১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


আইসের অভিযানে ৯ মাসে ৭৫ হাজার নিরপরাধ অভিবাসী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
আইসের অভিযানে ৯ মাসে ৭৫ হাজার নিরপরাধ অভিবাসী গ্রেফতার


যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অভিবাসন অভিযান নিয়ে নতুন এবং উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। জানা যায়, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি শুধু মারাত্মক অপরাধীদের লক্ষ করছে না। আইসের গ্রেফতার তালিকায় বিপুলসংখ্যক অপরাধ রেকর্ডবিহীন অভিবাসীও রয়েছে। সরকারের দাবি এবং বাস্তবতার মধ্যে বড় ব্যবধান ফুটে উঠেছে। নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) প্রায় ৭৫ হাজার জন নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই সংখ্যা সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার প্যাট্রোল) কর্তৃক করা গ্রেফতারের পরিসংখ্যানের অন্তর্ভুক্ত নয়। তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের প্রথম ৯ মাসে প্রায় ২ লাখ ২০ হাজার জন গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এক-তৃতীয়াংশের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। প্রশাসন বারবার বলেছে যে, তারা হত্যা, ধর্ষণ এবং গ্যাং-সংক্রান্ত অপরাধীদের টার্গেট করছে, কিন্তু এই পরিসংখ্যান সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র পলিসি অ্যানালিস্ট এরিয়েল রুইজ সোটো বলেন, এটি প্রশাসনের বক্তব্যের সঙ্গে পুরোপুরি বিরোধপূর্ণ যে তারা শুধু ‘সবচেয়ে খারাপ অপরাধীদের’ ধরছে।

তথ্যগুলো ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আইসকে মামলা করে তথ্য পাওয়া সম্ভব হয়। তবে এই ডেটা অপরাধের ধরণ অনুযায়ী পার্থক্য করে না, অর্থাৎ ছোট অপরাধী এবং মারাত্মক অপরাধী একই তালিকায় রয়েছে। এছাড়াও সীমান্তরক্ষী বাহিনীর গ্রেফতারের তথ্য এখানে অন্তর্ভুক্ত নয়। গত কয়েক মাসে চিয়াগো, লস অ্যাঞ্জেলেস, শার্লট এবং নিউ অরলিন্সে সীমান্তরক্ষী বাহিনী অভ্যন্তরীণ অভিযানে নিয়োজিত হয়েছে।

তথ্য অনুযায়ী, আইস এজেন্টরা জানুয়ারি ২০ থেকে অক্টোবর ১৫ পর্যন্ত দিনে গড়ে ৮২৪ জনকে গ্রেফতার করেছে, যা ২০২৪ সালের বাইডেন প্রশাসনের গড় দৈনিক ৩১২ জন গ্রেফতারের চেয়ে প্রায় দ্বিগুণ। গ্রেফতারদের প্রায় ৯০ শতাংশ পুরুষ এবং সংখ্যাগত দিক থেকে সবচেয়ে বেশি মেক্সিকোর নাগরিক (৮৫ হাজার), এরপর গুয়াতেমালা (৩১ হাজার) ও হন্ডুরাস (২৪ হাজার)-এর নাগরিক। ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে প্রায় ৬০ শতাংশ গ্রেফতার ব্যক্তি রয়েছে।

এই কঠোর অভিযানগুলো অভিবাসী শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হিস্পানিক কনস্ট্রাকশন কাউন্সিলের সিইও জর্জ ক্যারিলো বলেন, এখন আমরা কর্মক্ষেত্রে এ প্রভাব অনুভব করছি। এমনকি সবচেয়ে রক্ষণশীল রিপাবলিকানরাও বুঝতে পারছেন যে, কিছু পরিবর্তন প্রয়োজন। বর্তমানে আইস দেশের বিভিন্ন জেলায় প্রায় ৬৫ হাজার অভিবাসীকে আটক রেখেছে এবং ২২ হাজার ৯৫৯ জন স্বেচ্ছায় প্রস্থান করেছে।

শেয়ার করুন