০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলা একাদশের পুনর্মিলনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
বাংলা একাদশের পুনর্মিলনী


নিউইয়র্কে এক সময়ের মাঠ কাঁপানো ও সাড়া জাগানো দুইবারের ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও ৩ বার মিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ফুটবল টিম বাংলা একাদশ ও সহযোগী সংগঠন বাংলা সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০ জুলাই সংগঠনের খেলোয়াড়, কর্মকর্তা ও সদস্যদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আলাদীনের স্বত্বাধিকারী আব্দুল জাব্বার খান মুরাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন আরবাব চৌধুরী।

অনুষ্ঠানে ভার্জিনিয়া, জর্জিয়া, মিলাওয়াকি, ফ্লোরিডা, নিউজার্সি ও মেরিল্যান্ডসহ বিভিন্ন স্টেট থেকে সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশের খ্যাতিমান জাতীয় ক্রীড়াবিদ মোস্তফা হোসেন মুকুল, আব্দুল্লা সাইক, সাঈদুর রব, সাইদুর রহমান ডন ও ইউসুফ বাবু। বাংলা একাদশের খেলোয়াড়, কোচ, অধিনায়ক ও কর্মকর্তাদের অসাধারণ ভ‚মিকার জন্য ট্রফি প্রদান করা হয় এবং সকল খেলোয়াড় কর্মকর্তা, সদস্য ও আগত অথিতিদের বাংলা একাদশের লগো সম্বলিত জার্সি প্রদান করা হয়।

এছাড়া সাবেক সভাপতি সুকুমার রয়, খেলোয়াড় বব ও আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের ছবি জার্সিতে বাংলা একাদশের লোগো প্রিন্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বক্সার সেলিম, শাজালাল মোবিন, ফজলে হোসেন বাদশা, মন্জুর আহমেদ চৌধুরী, রুহুল আমিন সিদ্দিকী, আউয়াল ভ‚ইয়া। আগামী বছর আবার নিউইয়র্ক বা ভার্জিনিয়ায় পুনর্মিলনী অনুষ্ঠান হবে বলে জানা গেছে।


শেয়ার করুন