১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্কে শিশুর দেহে প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
নিউইয়র্কে শিশুর দেহে প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবার মাঙ্কিপক্সের উপস্থিতি পাওয়া গেছে এক শিশুর দেহে। ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাঙ্কিপক্স পজিটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ। নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের দেহে মাঙ্কিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতেই মাঙ্কিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত। 

গত জুলাইয়ে নিউইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে হোচুল বলেন, আমি এবং আমার দল ভ্যাকসিনকে আরো সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্ক জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত মাসে এটাকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)।


শেয়ার করুন