০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০১:৫২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


ইমিগ্র্যান্টদের জন্য নিউইয়র্ক স্কুলে ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২২
ইমিগ্র্যান্টদের জন্য নিউইয়র্ক স্কুলে ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান


ইমিগ্রেশন অ্যাডভোকেটরা মেয়র এরিখ এডামকে নতুন করে নিউইয়র্কে ঠেলে দেয়া ইমিগ্র্যান্টদের সাপোর্ট করার জন্য কমিউনিটি বেসড অর্গানাইজেশনসমূহে ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এই আহ্বান জানানো হয়েছে যখন দেখা যাচ্ছে যে, শত শত ক্ষুদে অ্যাসাইলাম চাওয়া বালক-বালিকা নিউইয়র্ক সিটিতে আসছেন। 

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে এ বছর এক হাজারেরও বেশি অ্যাসাইলাম প্রার্থী ক্লাসরুমে বসবে। অধিকাংশ এসেছে গত কয়েক মাসে। তাদের অধিকাংশ মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। এখানে আসা অনেকেই জানেন না যে, তারা নিউইয়র্কে এসেই সেটেল হবে। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন জানে যে, তারা স্কুলের জন্য ফাইট করছে, যাতে সকলে সমান সুযোগের ভিত্তিতে শিক্ষা নিতে পারে। 

শেয়ার করুন