২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৫:০৪:০১ অপরাহ্ন


কমিউনিটিতে শোকের ছায়া নাসরীনও চলে গেলেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
কমিউনিটিতে শোকের ছায়া নাসরীনও চলে গেলেন


গত ২৮ আগস্ট আপস্টেটে অবকাশ যাপন করতে গিয়ে দুই বাংলাদেশি লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছিলেন। এরা দুই ছিলেন আফরিদ হায়দার (৩৪) এবং বাছির আমিন (১৮)। তারা ছিলেন দুলাভাই এবং শ্যালক। এই দুর্ঘটনায় গুরুতর আহত ছিলেন নাসরিন আমীন। জানা গেছে, তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন ধরে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া তাকে ত্যাগ করতে হয়েছে। ভাই এবং দুলাভাই যে পথেই নাসরিন আমিন (২১) চলে গেলেন। তার মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে লং আইল্যান্ডের মুসলিম গোরস্তানে দাফন করা হয়। যেখানে শুয়ে রয়েছেন তার দুলাভাই এবং আপন ভাই।

শেয়ার করুন