১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:২৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২২
বিএনপির ‘যুগপৎ’ আন্দোলনে যোগ দিতে পারে ৩৫ দল


আওয়ামী লীগ বিরোধী বিএনপির সঙ্গে অন্তত ৩৫ দল যোগ দিতে পারে বলে জানিয়েছে দলের নীতি নির্ধারকরা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ÔযুগপৎÕ যে আন্দোলনের রুপরেখা নিয়ে এগুচ্ছে বিএনপি। সেখানে ইতিমধ্যে ২২ দলেল সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ করছে বিএনপি। এর বাইরে আরো ১৩ দলের সঙ্গে বিএনপি সংলাপ করার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।


তবে সব দলের নাম ঘোষনা দিচ্ছেনা বিএনপি। সেটা দলীয় বা আন্দোলনের স্বার্থে কৌশলগত কারনেই প্রকাশে অনীহা দলটির। তবে জানা গেছে আরো এক দফা আলোচনা হবে সব দলের সঙ্গে। সেখানে সব আলোচনা শেষে একটি গ্রহনযোগ্য রুপরেখা তুলে ধরবেন তারা। 

এ ব্যাপারে দলীয় সুত্রে জানা গেছে, আন্দোলনের রুপরেখার মধ্যে মুল সরকারকে যত দ্রুত পদত্যাগে বাধ্য করা যায়। সে আন্দোলনের রুপরেখা চুড়ান্তকরণ। 

তবে বিএনপি আগ থেকেই এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবী করে আসছে। ঘুরে ফিরে সেটাই মুখ্য। এর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তো রয়েছেই। তবে এবার কোনো জোট হওয়ার চিন্তাভাবনা নেই। যে যে দল তার আলাদা প্ল্যাটফর্ম থেকে  ÔযুগপৎÕ আন্দোলন করে যাবে। 



শেয়ার করুন