০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সরকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে - আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২২
সরকার গৃহযুদ্ধের  প্রেক্ষাপট তৈরি করছে - আ স ম রব


স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন,   গণমানুষের মুক্তির পথ রুদ্ধ করে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে সরকার গোটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার পাঁয়তারা করছে।  নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র দিয়ে জমিদারতন্ত্র কায়েমের মাধ্যমে সমগ্র দেশের রাজনীতি ও অর্থনীতিকে সরকার জিম্মি করে ফেলেছে। গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকারের ন্যূনতম শর্ত পালন না করে অন্যায্য বল প্রয়োগের মাধ্যমে সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতকে উস্কে দিচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ।

আজ উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত জেএসডি  কাউন্সিল উত্তর স্থায়ী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব বলেন।

তিনি আরও বলেন, গণমানুষের জন্য অংশীদারিত্ব ভিত্তিক 'গণশাসন' প্রবর্তনে রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি এখন জাতীয় রাজনীতিতে প্রধান এজেন্ডা হিসেবে পরিগণিত হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে এবং রাজনৈতিক-অর্থনৈতিক সমতা ভিত্তিক সমাজ নির্মাণে জেএসডি ১০ দফা জাতির সামনে হাজির করেছে, যার বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।

স্থায়ী কমিটির সভায় দেশের সর্বশেষ আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বাস্তবতার উপর আলোচনায় অংশ নেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য  তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, তৌহিদ হোসেন, হীরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট কে এম জাবির, ডাঃ জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন এবং মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমূখ নেতৃবৃন্দ। 

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন- গণবিরোধী সরকারের অপসারণ এবং রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের প্রশ্নে আন্দোলনরত রাজনৈতিক দল ও সমাজশক্তি গুলোর সাথে যুগপৎ সংগ্রাম রচনা করে এক নতুন 'গণশক্তি'র উত্থান ঘটাতে হবে। এই নবজাগৃত গণশক্তিই একদলীয় কর্তৃত্বপরায়ণতার বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করে গণমানুষের আকাঙ্ক্ষা ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করবে।


সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা জনিত প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়ে দ্বিপাক্ষিক  সম্পর্কের ক্ষেত্রে  বা ভূরাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। 


শেয়ার করুন