০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৩
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার ফুলেল শুভেচ্ছা জানানো হয়/ছবি সংগৃহীত


রমজান মাস ও ঈদুল ফিতর উদযাপননের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সস্ত্রীক বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি: ভার্মা। ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং ফাউন্ডেশন সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সামগ্রী, বই উপহার দেন। 

এ সময় হাইকমিশনার তার বক্তব্য মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপররের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন। 


বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার/ছবি সংগৃহীত 


এ এসময় হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন। হাইকমিশন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মানে ভারতীয় হাইকমিশন আগামীতে এই ফাইন্ডেশনকে অব্যাহত সহযোহিতা প্রদানে উম্মুখ রয়েছে বলে উল্লেখ করেছে। 


শেয়ার করুন