২০ মে ২০১২, সোমবার, ০২:০৮:০৬ পূর্বাহ্ন


৩ লাখের বেশি অভিবাসন প্রত্যাশীকে প্রত্যাবাসন থেকে রেহাই দেবে যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
৩ লাখের বেশি অভিবাসন প্রত্যাশীকে প্রত্যাবাসন থেকে রেহাই দেবে যুক্তরাষ্ট্র


বাইডেন প্রশাসন গত ১৩ জুন জানিয়েছে, তারা এল সালভাদর, হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়া থেকে আসা ৩ লাখ অভিবাসনপ্রত্যাশীর সাময়িক আইনি মর্যাদার মেয়াদ ২০২৫ পর্যন্ত বাড়িয়ে দেবে। ট্রাম্প প্রশাসনের নীতি অনুযায়ী তারা প্রত্যাবাসন ও ওয়ার্ক পারমিট হারানোর ঝুঁকিতে ছিলেন। সাময়িক সুরক্ষা কর্মসূচির (টিপিএস) আওতায় বাইডেন প্রশাসন এই চার দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের আইনগতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান ও কাজ করা অব্যাহত রাখার অনুমতি দেবে।

টিপিএস কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার উপায় নেই। তবে এটি ঊর্ধ্বে ১৮ মাস পর্যন্ত মানুষকে যুক্তরাষ্ট্রে আইনি মর্যাদা ও প্রত্যাবাসিত হওয়া থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে এটি মানুষকে আইনগতভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার ওয়ার্ক পারমিট দেয়, যার মেয়াদ বাড়ানো সম্ভব।

১৯৯০ সালে কংগ্রেস টিপিএস চালু করেছিল এবং জানিয়েছেন, যেসব অভিবাসনপ্রত্যাশীদের নিজেদের দেশে বসবাস করার পরিস্থিতি নিরাপদ নয়, তারা যুক্তরাষ্ট্র সরকারের চাহিদা পূরণসাপেক্ষে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশটিতে থাকতে এবং কাজ করতে পারবে।

বর্তমানে টিপিএস সুবিধার আওতায় ১৬টি দেশ রয়েছে, যার মধ্যে আছে আফগানিস্তান, ক্যামেরুন, এল সালভাদর, ইথিওপিয়া, হাইতি, হন্ডুরাস, মিয়ানমার, নেপাল, নিকারাগুয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

২০০১ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে এল সালভাদরের প্রায় ২ লাখ ৩৯ হাজার নাগরিক বসবাস করছেন। ১৯৯৮ সাল থেকে হন্ডুরাসের ৭৬ হাজার ও নিকারাগুয়ার ৪ হাজার নাগরিক দেশটিতে আছেন। ২০১৫ থেকে ১৪ হাজার ৫০০ নেপালি নাগরিকও দেশটিতে বসবাস করছেন। তারা সবাই টিপিএসের আওতায় তাদের আইনি মর্যাদা নবায়নের সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন