০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশের শীর্ষ চিত্র শিল্পীদের আর্ট প্রদশর্নী ২৭ সেপ্টেম্বর থেকে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
বাংলাদেশের শীর্ষ চিত্র শিল্পীদের আর্ট প্রদশর্নী ২৭ সেপ্টেম্বর থেকে বক্তব্য রাখছেন জাকারিয়া মাসুদ জিকো


বাংলাদেশের শীর্ষ চিত্র শিল্পীদের আর্ট প্রদশর্নী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ম্যানহাটনের আন্তর্জাতিক গ্যালারি আর্টআইফ্যাক্টে। এই চিত্র প্রদশর্নী চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি প্রবাসের শিল্পীদেরও ছবি প্রদর্শিত হবে। এই প্রদশর্নীর নাম দেয়া হয়েছে কালারর্স অব ফ্রিডম। গত ১০ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে আইভি টিভির প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো এই ঘোষণা দেন। আইভি টিভি আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী ও আইভি টিভির চেয়ারম্যান মিলা হোসেন, চিত্রশিল্পী মতলুব আলী, তাজুল ইমাম, আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী, কাজী রকিবসহ অন্যান্য শিল্পীরা।

সংবাদ সম্মেলনে জাকারিয়া মাসুদ জিকো বলেন, আইভি টিভি এই অনুষ্ঠানের আয়োজক থাকলেও সহযোগি হিসাবে রয়েছেন বাংলাদেশী আমেরিকান আর্টিস এবং ঢাকা চিত্রক গ্যালারি। তিনি বলেন, এই প্রদশর্নীতে প্রবাসের সকল শিল্পীই উপস্থিত থাকবেন (২৭জন)। বাংলাদেশ থেকে আসছেন প্রায় ১০ জনের মত শিল্পী। তবে বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় ৩৭ জন শিল্পীর চিত্রকর্ম থাকবে। ইতিমধ্যেই এই আমাদের হাতে পৌঁছেছে। তিনি বলেন, সবমিলিয়ে ৫৭ জন শিল্পীর প্রায় ৬০টি মত ছবি প্রদর্শিত হবে। বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের মধ্যে রয়েছেন শিল্পী মনিরুল ইসলাম, আফজাল হোসেন, কনক চাপা চাকমা, শেখ আফজাল, জামাল উদ্দিন, রোকেয়া সুলতানাসহ অন্যান্যরা। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই প্রদশর্নী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। প্রতিদিন প্রদশর্নী চলবে দুপুর বারটা থেকে রাত ৮টা পর্যন্ত। এই প্রদশর্নী সকলের জন্য উন্মক্ত। প্রদশর্নীতে বিক্রিত অর্থ শিল্পীরাই পাবেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন আইভি টিভির কর্মকর্তা আবীর আলমগীর।

শেয়ার করুন