০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনিক চট্টোপাধ্যায়ের অনবদ্য পরিবেশনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনিক চট্টোপাধ্যায়ের অনবদ্য পরিবেশনা সংগীত পরিবেশনে পিউ মুখোপাধ্যায় ও শৌনক চট্টোপাধ্যায়


নিউইয়র্কে সম্পূর্ণ ভিন্নমাত্রার একটি সংগীতসন্ধ্যার আয়োজন করা হলো। শিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় শিল্পী পিউ মুখোপাধ্যায় এবং শৌনিক চট্টোপাধ্যায়। দুই শিল্পীর অনবদ্য এবং অসাধারণ পরিবেশনায় মুগ্ধ ছিলেন দর্শক-শ্রোতারা। পিনপতন নীরবতায় শিল্পীরা শিল্পীদ্বয়ও পরিবেশন করেন একের পর হৃদয় নাড়ানো গানগুলো। কী রবীন্দ্রসংগীত, কী নজরুলসংগীত অথবা গজল- প্রতিটি গান গেয়েছেন দরদ দিয়ে। হলভর্তি মানুষ অনেকদিন পর অন্যরকম সংগীতসন্ধ্যা পার করলেন। দর্শন প্রাণভরে উপভোগ করেছেন শিল্পীদের চমৎকার পরিবেশনা। ছিল না বক্তৃতাবাজি আর ফটোসেশনের অসুস্থ প্রতিযোগিতা।

চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সেবামূলক সংগঠন অপটিমিস্ট ও শৈলী ইনক। সহযোগিতায় ছিল ডায়াসপোরা ইউএসএ। নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন মিনহাজ আহমেদ। ২৮ অক্টোবর এস্টোরিয়ার টনি বেনেট কনসার্ট হলে। ‘বিশ্বভরা প্রাণ’ টাইটেলে ছিল এই শারদ সংগীতসন্ধ্যা। যন্ত্রশিল্পী উন্মেষ ব্যানার্জী সুরজিত চক্রবর্তী ছিলেন গানের পূর্ণতা দিতে। মন্দিরায় ছিলেন শহীদ উদ্দীন আর উপস্থাপনায় সাবিনা নীরু। সংগীতানুষ্ঠানের শুরুতে অপটিমিস্টের একটি ডকুমেন্টারি দেখানো হয়্। এই অনুষ্ঠানের উপার্জিত অর্থ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দি অপটিমিস্ট’-এর তহবিলে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন