০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২২:৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চিটাগাং এসোসিয়েশনের পুনর্মিলনী ও মেলা ২২ মে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
চিটাগাং এসোসিয়েশনের পুনর্মিলনী ও মেলা ২২ মে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সমিতির কর্মকর্তাবৃন্দ


প্রবাসের অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে পথমেলার আয়োজন করা হয়। গত দুই বছর করোনার কারণে এই আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিধি নিষেধ উঠে যাওয়ায় চিটাগাং এসোসিয়েশনের উদ্যোগে এবার ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। আগামী ২২ মে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত হবে। গত ৯ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিচাগাং এসোসিয়েশনের কর্মকর্তারা এই তথ্য জানান।

সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার আহবায়ক মোহাম্মদ আবু তাহের, সদস্য সচিব আরিফুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বর্তমান নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, মোর্শেদ রিজভী চৌধুরী ও সাবেক কর্মকর্তা তরিকুল হায়দার চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব আরিফুল ইসলাম জানান, এবারের মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। আরো থাকবেন কম্যুনিটির ও মূলধারার নেতৃবৃন্দ। মেলায় প্রতিবারের মত এবারো নানা ধরনের রকমারি খাবার, পোশাকের স্টল থাকবে। বাচ্চাদের জন্য থাকবে আকর্ষণীয় রাইড। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন