৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:৩৫:৬ অপরাহ্ন


জালালাবাদ অ্যাসোসিয়েশন
মইনুল-গনি প্যানেলের মনোনয়নপত্র দাখিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
মইনুল-গনি প্যানেলের মনোনয়নপত্র দাখিল বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম


শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার পালে নির্বাচনী হাওয়া লেগেছে। এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। ইতিমধ্যেই কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছেন। নির্বাচন কমিশনের প্রধান এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)। কার্যকরি কমিটির কাছ থেকে ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। জানা গেছে, এবারের নির্বাচনের ভোটর সংখ্যা ৩ হাজার ৪৩ জন। তাদের মধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সংগ্রহ কার্যক্রম শেষ হয় গত ১৪ জুলাই রোববার।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জানান, সংগঠনের নিবার্চন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট বিভাগবাসীকে সাধারণ সদস্য ও ভোটার হওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৪ জুলাই রোববার পর্যন্ত জনপ্রতি ১৫ ডলার ফি দিয়ে ২ হাজার ৫৯০ জন সাধারণ ভোটার হয়েছেন। এছাড়া আগে ও পরে মিলিয়ে ৪৫৩ জন আজীবন সদস্য হয়েছেন। ভবিষ্যতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান মইনুল ইসলাম।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী জানান, চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ৪ আগস্ট ছিল মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে এই মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনের প্রধান এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভীবাজার) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)। সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য এবং প্রার্থী, সমর্থক এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কার্যকরি কমিটির ২৫টি পদের জন্য ২৭টি মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। একটি প্যানেল জমা দেওয়া হয়েছে। স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনসুর চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান। প্যানেলের সভাপতি প্রার্থী মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুল গনি আসাদ।

শেয়ার করুন