১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ন


ক্যালিফোর্নিয়ায় অবৈধদের বাড়ি ক্রয়ে ঋণ দেওয়া হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
ক্যালিফোর্নিয়ায় অবৈধদের বাড়ি ক্রয়ে ঋণ দেওয়া হবে ক্যালিফোর্নিয়ায় অবৈধদের বাড়ি ক্রয়ে ঋণ দেওয়া হবে


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে প্রথমবারের মতো অবৈধ অভিবাসীদের বাড়ি ক্রয়ের জন্য ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণ প্রদানে শিগগিরই একটি আইন পাস করার উদ্যোগ নিয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সুপারমেজরিটি এ সপ্তাহে আইনটি পাস করতে উদ্যোগ নিয়েছে। এ বিলের নাম হচ্ছে, ‘ক্যালিফোর্নিয়া ড্রিম ফর অল’।

এ প্রোগ্রামটি স্টেট দ্বারা অর্থায়িত হবে এবং প্রথমবারের মতো বাড়ি ক্রয়কারীদের জন্য ২০ শতাংশ ডাউন পেমেন্ট সহায়তা প্রদান করবে, যা ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের অবশ্যই প্রথমবারের মতো বাড়ি ক্রয়কারী হতে হবে এবং অন্তত একজনকে প্রথম প্রজন্মের বাড়ি ক্রয়কারী হতে হবে। এছাড়াও আয় স্তর নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, যা প্রাপকের বাসস্থানের কাউন্টির ওপর নির্ভর করে।

এ আইনটি এমন একটি সময়ে প্রস্তাব করা হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে অভিবাসন প্রধান বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। ট্রাম্প প্রচারণা দলটি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, যা ভোটারদের মধ্যে জনপ্রিয় নয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম, যিনি প্রেসিডেন্ট বাইডেন এবং কমলা হ্যারিসের অন্যতম প্রধান সমর্থক, তিনি যদি বিলটি তার কাছে পৌঁছায়। তবে তিনি এটি আইনে স্বাক্ষর করবেন কি না, তা এখনো বলেননি। ডেমোক্রেটিক আইনপ্রণেতারা যুক্তি দিয়েছেন, এ আইনটি শুধু রাজ্যের সব বাসিন্দার জন্য সমান সুযোগ প্রদানে ডিজাইন করা হয়েছে। তবে ট্রাম্পের প্রচারণা দল এ বিলটিকে ‘মৌলিকভাবে অন্যায়’ বলে উল্লেখ করেছে। 

স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোয়াকিন আরাম্বুলা, যিনি বিলটি তৈরি করেছেন। উল্লেখ করেছেন এটি এখনো আবেদনকারীদের ফেডারেল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। যেমন একটি ট্যাক্সপেয়ার আইডেনটিফিকেশন নম্বর বা সোশ্যাল সিকিউরিটি নম্বর প্রয়োজন। অ্যাসেম্বলি মেম্বার আরাম্বুলার মতে, একটি ফেডারেল আইন রয়েছে, যা অবৈধ অভিবাসীদের রাজ্য সুবিধা পাওয়া থেকে আটকায়, যদি না একটি নির্দিষ্ট রাজ্য আইন তাদের যোগ্যতা সম্পর্কে উল্লেখ করে। তিনি আরো বলেন, আমরা শুধু আমাদের নীতির মধ্যে যতটা সম্ভব অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম, যাতে আমাদের রাজ্যে যারা কর দিচ্ছেন, তারা এ সুবিধার জন্য যোগ্য হতে পারেন।

শেয়ার করুন