১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৫৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে- রিজভী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৫
প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে- রিজভী


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তারা এখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তায়নের অপচেষ্টা চালাচ্ছেন।


রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ডিইএব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামপন্থী একটি বিশেষ রাজনৈতিক দলের আবরনে ছেয়ে গেছে অভিযোগ করে, বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ  দলটির সমর্থকদেরকে দেশের বিভিন্ন উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়) প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি এ বিষয়টিকে অত্যন্ত ভয়ংকর হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটি কারো কাম্য হওয়া উচিত নয় উল্লেখ তিনি বলেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে ওই বিশেষ দলের লোকদের।

এ সময় রিজভী উদাহরণ হিসেবে জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বরে থাকা সত্বেও এই মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন বলে তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। ক্রমানুসারে ৫ নম্বর ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য।

শেয়ার করুন