উৎসাহ-উদ্দীপনার মধ্যে গত ২৬ আগস্ট সোমবার প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ঢাকা জেলা এসোসিয়েশনের নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘদিনের অচলবাস্থার অবসান হলো। যদিও এখনো ক্ষুদ্র একটি অংশ বাইরে রয়েছে। তবে নবনির্বাচিত সভাপতি দুলাল বেহেদু এবং সাবেক প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ বলেছেন, আমাদের দরজা সব সময় খোলা। আমরা চেষ্টা করবো সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে নতুন ইতিহাস সৃষ্টির। জ্যাকসন হাইটস সংলগ্ন সানসাইন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলা এসোসিয়েশন’র নির্বাচন কমিশন ও ট্রাস্টিবোর্ড সদস্যরা এই কমিটি কর্মকর্তাদের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমানুল্লাহ আমান। সূচনা পর্বে সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন। নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ সালাউদ্দিন আহমেদ খোকন আনুষ্ঠানিকভাবে সভা পরিচালনা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো: আজাদ হোসেন, নির্বাচন কমিশনার মো: গিয়াস উদ্দিন, নির্বাচন কমিশনার হাবিব জোয়ারদার, নির্বাচন কমিশনার আলাউদ্দিন আহমেদ উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমানুল্লাহ আমান ঘোষণা করেন নতুন কার্যকরি কমিটির সদস্যদের নাম। এ সময় তিনি বলেন, ২০২৪ ও ২০২৫ কার্যকরি বছরের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আমরা অনেক আগেই শুরু করেছিলাম। তবে নানা জটিলতার কারণে আমরা সঠিক সময়ে নির্বাচন অথবা সিলেকশন করতে পারেনি। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের সদস্যরা কার্যকরি কমিটির ৪ জনকে নির্বাচিত করে তাদের উপর দায়িত্ব দিয়েছি যেন, দোহার উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা, সাভার উপজেলা ও ধামরাই উপজেলা থেকে বাকি সদস্যদের নাম চূড়ান্ত করতে পারেন। নির্বাচিত সদস্যরা মিলিত হয়ে আজকে যে কমিটি আমাদের হাতে দিয়েছেন তা আপনাদের সামনেই তুলে ধরেছি।
সাবেক কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গিয়াস আহমেদ বলেন, আশা করি নতুন কমিটির কর্মকর্তারা সুচারুভাবে দায়িত্ব পালন করবেন এবং নিজেদের মধ্যে যদি কোন বিভেদ থাকে বা যারা এখনো কমিটির বাইরে আছেন তাদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ঢাকা জেলা অ্যাসোসিয়েশন সংগঠিত করবেন।
নির্বাচিত প্রেসিডেন্ট দুলাল বেহেদু আগামী দিনের কর্মপরিকল্পনা সংক্ষিপ্তভাবে সকলের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, প্রবাসের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি সংগঠন হয়ে উঠবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন। আমি এই কার্যকরি পরিষদের সদস্যদের নিয়ে একটি গঠনমূলক কর্মসূচি পালনের মাধ্যমে সংগঠনকে পরিচালিত করবো।
অনুষ্ঠানের শেষ লগ্নে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে একটি সাংগঠনিক কার্যকরি বছর পরিচালনা করার অঙ্গীকার করেন নবনির্বাচিত কর্মকর্তারা।
ঢাকা জেলা এসোসিয়েশন’র নতুন কার্যকরি কমিটির কর্মকর্তরা হলেন- সভাপতি দুলাল বেহেদু, সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি আমীর আফতাব, মোঃ ইউসুফ ভুঁইয়া, মোঃ কবির হোসেন খাঁন, শাহীনুর রহমান বিপ্লব, জুয়েল রানা, সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ-সম্পাদক তানভীর আহমেদ, সহ-সম্পাদক দেওয়ান কাউসার, সাংগঠনিক সম্পাদক বি এইচ সাইফুর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী সবুজ, মোঃ রবিউল আলম, কোষাধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ ডা: আরিফুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক: ফরিদ খান, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাক রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক লিটন ফিলিপ্স, কাউসার আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী আক্তার, আপ্যায়ন সম্পাদক মো: আকতার হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম ইকবাল। কার্যকরি পরিষদের সদস্য: (ক) পঙ্কজ রায় (খ) আমিনুল ইসলাম কচি (গ) মোস্তফা কামাল মুকুল (ঘ) মো: আউলাদ হোসেন (ঙ) মেজবাহউদ্দিন আহমেদ (চঞ্চল) (চ) খালিদ আহমেদ বাবু (ছ) মো: সেলিমখাঁন (জ) এহতেসাম হায়াত (ঝ) মো: দেলোয়ার হোসেন (ঞ) মো: সফিউদ্দিন সফা। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করেন।