০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৫:৫৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২২
'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ


মানবাধিকার সংগঠন 'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ প্রকাশ করেছে।
এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর  তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ  বলেন, আদালত কর্তৃক বিচারাধীন একটি বিষয়ে আবেদনপত্রে অসংগতি, বিভ্রান্তিকর তথ্য প্রকাশসহ কয়েকটি অস্পষ্ট অভিযোগে একটি মানবাধিকার সংস্থার নিবন্ধন বাতিল আইনের শাসন ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। 



মানবাধিকার কর্মী ও মানবাধিকার রক্ষায় কাজ করে এরূপ সংগঠন সমূহের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পথ এই সিন্ধান্তের ফলে রুদ্ধ হবে বলে নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়েছেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে, বিচারাধীন বিষয়ে প্রশাসনিক এমন সিদ্ধান্ত বিচারব্যবস্থার প্রতিও অসম্মান ও অশ্রদ্ধা প্রকাশ করে।যা বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের অনাস্থা সৃষ্টি করবে। 

নেতৃদ্বয় আরও বলেন, দেশের আইন ও সংবিধান মেনে যে কারও সংগঠন করার অধিকার রয়েছে।গণঅধিকার পরিষদ,এনজিও বিষয়ক ব্যুরোর এই সংবিধান পরিপন্থী বেআইনি সিদ্ধান্ত প্রত্যাহার করে "অধিকার" এর নিবন্ধন পুর্নবহাল করে স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিতের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন