০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৪৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


স্বাধীনতা দিবস পালন বিএনপি দক্ষিণের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৫
স্বাধীনতা দিবস পালন বিএনপি দক্ষিণের বিএনপি দক্ষিণের ইফতারে মঞ্চে নেতৃবৃন্দ


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল ২৪ মার্চ জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইউরোপ, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা ও এশিয়ার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, মো. নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল বারী তিতাস, সুমন সরদার, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, আব্বাস উদ্দিন, ফারদিন রেজা রনি, মিজানুর রহমান, নুরুল হুদা, বিএনপি নেতা জীবন শফিক, মজিবুর রহমান স্বপন, হাসান মাহমুদ, কাজী মনির, সোহেল, রুবেল গাজী, যুবদল নেতা মনির হোসেন, ছাত্রদল নেতা রাকিব হোসেন, আকতার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্নের স্বনির্ভর ও স্বার্বভৌম বাংলাদেশ গঠন করতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে-প্রবাসে আমরা বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী সরকারের পতন ও দেশ থেকে পলায়ন হয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম চলবে।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জটিল পরিস্থিতিতে খুব সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সবার সহযোগিতায় সুন্দর ইফতার আয়োজনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক বদিউল আলম।

শেয়ার করুন