৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:২২:৪৪ অপরাহ্ন


দেশকে তৌসিফ মাহবুব
দর্শক ও পরিবারের সমর্থন আমাকে সাহস দিয়েছে
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
দর্শক ও পরিবারের সমর্থন আমাকে সাহস দিয়েছে তৌসিফ মাহবুব


তৌসিফ মাহবুব। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং মডেল। টেলিভিশন এবং ওয়েব সিরিজে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি পরিচিত। গত এক দশকে তিনি নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। কমেডি, ড্রামা এবং থ্রিলার- প্রতিটি ক্ষেত্রে তার অভিনয় দক্ষতা প্রমাণিত। তিনি তার সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির 

প্রশ্ন: শোবিজে ১০ বছর পূর্ণ করেছেন। এই পথচলায় নিজের সফলতা কেমন মনে করেন?

তৌসিফ মাহবুব: আমি ভাগ্যে বিশ্বাস করি। আল্লাহ আমার জন্য যে গন্তব্য নির্ধারণ করেছেন, সেখানে পৌঁছাব। ব্যক্তিগত এবং ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই আমি সন্তুষ্ট, তবে একজন অভিনেতা হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে।

প্রশ্ন: ‘চক্র’ ওয়েব সিরিজে থেকে কেমন দর্শক সাড়া পেয়েছেন?

তৌসিফ মাহবুব: প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ‘চক্র’ একটি নির্দিষ্ট শ্রেণির দর্শক দেখে এবং প্রথম দুই দিনে ১০ লাখ মিনিট ভিউ হওয়া অনেক বড় বিষয়। বাজেটের টাকা উঠে গেছে এবং প্রযোজক লাভে আছে, তাই কাজটি সফল বলা যায়।

প্রশ্ন: ওই সিরিজে আপনার চরিত্র শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে জ্ঞানী। আগে এই বিষয়ে ধারণা কেমন ছিল?

তৌসিফ মাহবুব: সিরিজের আগে আমি শেয়ার্ড হ্যালুসিনেশন সম্পর্কে একদম জানতাম না। শুটিংয়ের আগে ভিকি জাহেদের সঙ্গে আলোচনা হয়েছিল এবং আমরা ডকুমেন্টারি দেখে বিষয়টি শিখেছি।

প্রশ্ন: টেলিভিশন ধারাবাহিক হিসেবে তৈরি ‘চক্র’ যখন ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত কি চাপ ফেলে ছিল?

তৌসিফ মাহবুব: মানসিকভাবে চাপ অনুভব করেছিলাম। আমি চাইনি ওটিটিতে এমনভাবে আসি, কিন্তু কাজটির প্রতি আত্মবিশ্বাস ছিল। দর্শক এবং পরিবারের সমর্থন আমাকে সাহস দিয়েছে এবং সিরিজটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে।

প্রশ্ন: সম্প্রতি মুক্তি পাওয়া ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকের গল্প সম্পর্কে কিছু বলুন।

তৌসিফ মাহবুব: নাটকটি মজার এবং কমেডি-নির্ভর। আমাদের দেশে এ ধরনের নাটক খুব একটা দেখা যায় না। কে এম সোহাগ রানা নাটকটি পরিচালনা করেছেন এবং আমি এতে কেয়া পায়েল, মনিরা মিঠু, ডা. এজাজসহ অনেকের সঙ্গে অভিনয় করেছি।

প্রশ্ন: কেয়া পায়েলের সঙ্গে জুটি নিয়ে আপনার কি মতামত?

তৌসিফ মাহবুব: এই মাসে ‘অবশেষে কাছে এসে’ এবং আগামী মাসের প্রথম সপ্তাহে ‘দ্বিধা’ রিলিজ হবে। আমাদের জুটি দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছে, তাই নির্মাতারা আমাদের নিয়ে আগ্রহী হচ্ছেন। নাটকগুলো আগে শুটিং হয়েছিল, কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় এত দিন রিলিজ হয়নি।

প্রশ্ন: বর্তমান পরিস্থিতিতে কি নাটকের মান বেড়েছে?

তৌসিফ মাহবুব: নাটকের মান কেমন, সেটা মূলত দর্শকদের বিচার করা উচিত। তবে বাজেটের কারণে নাটকের পেছনে এখন বেশি খরচ হচ্ছে এবং শুটিংয়ের সময়ও বেড়েছে। আগে দুই দিনে শুটিং হতো, এখন গল্প তৈরিতে ১০ দিন লাগে। দুই বছর আগের কাজের তুলনায় এখনকার কাজের মান অবশ্যই বেড়েছে।

প্রশ্ন: ওটিটিতে আপনি নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন কি?

তৌসিফ মাহবুব: এখনও নয়। আমি বড় কাজের সঙ্গে থাকতে চাইছি এবং বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনায় ছোট কাজের চেয়ে বড় প্রকল্পের অপেক্ষায় আছি।

শেয়ার করুন