২১ মে ২০১২, মঙ্গলবার, ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন


জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
জাতীয় স্কুল ক্রিকেটে  চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাই স্কুল/ছবি সংগৃহীত


জাতীয় স্কুল ক্রিকেটে  চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাই স্কুল। ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪৩ রানে হারিয়ে  ওই যোগ্যতা অর্জন করেন তারা। নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবারের ওই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর শিশু নিকেতন ৩৭.১ ওভারে অলআউট  হয়ে ১০২ রান করে। আহেমেদ তেজান কাব্বা সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া উইকেট রক্ষক সাদ ২৪ রান করেন। মেহেরপুরের আরাফাত আমান রাইয়ান ৯ রানে ৪ উইকেট নেন। সোহানুর রহমান ও সোহান আবেদীন ২টি করে উইকেট নিয়েছেন।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় মেহেরপুর। শুরুর এ ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। রংপুরের লেগ স্পিনার সাইখ ইমতিয়াজ শিহাব ৫ ওভারে ১৪ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে বিধ্বস্ত করে দেন। শেষ পর্যন্ত ২০.২ ওভারে ৪৩ রানে অলআউট  হয় মেহেরপুরের দলটি। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত।

৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রংপুর অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব। ৩৩ উইকেট নিয়ে সেরা বোলারও তিনি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন প্রতিভাবান এ ক্রিকেটার। বাড্ডা আলাতুন নেসা স্কুলের মাফরাফ মাহিন রুদ্র ৩৮৩ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।


শেয়ার করুন