১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:৫৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
ক্রমশ বিদ্যুৎহীন হচ্ছে মানুষ, বিমানবন্দর বন্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
ক্রমশ বিদ্যুৎহীন হচ্ছে মানুষ, বিমানবন্দর বন্ধ পানিতে তলিয়ে যাবার উপক্রম একটি বিদ্যুৎ বিতরন কেন্দ্র/ছবি সংগৃহীত


সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ায় মানুষ সীমাহীন কষ্টের মধ্যে সময় অতিবাহিত করছে। বিশেষ করে দিন পেড়িয়ে রাতের অন্ধকারে এমতাবস্থায় ভীতিকর এক পরিস্থিতিতে লাখো মানুষ। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সমিটার,বৈদ্যুতিক সাপ্লাইয়ের বিভিন্ন সরঞ্জমাদি,বৈদ্যুতিক খুটি তলিয়ে যাওয়া ও নড়বড়ে হওয়াসহ বিভিন্ন কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রমশ বিদ্যুৎহীন হচ্ছে মানুষ| এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জে প্রায় দুইলাখ গ্রাহক বিদ্যুতশুন্য অবস্থায় রয়েছেন। 

এদিকে সর্বশেষ খবরে জানা গেছে সিলেট ওসমানী বিমানবন্দর বন্ধ ঘোষনা করা হয়েছে।  


যেখানে মানুষ যেত নামাজ পড়তে সে মসজিদ ও আশপাশে ধু ধু করছে পানি/ছবি সংগৃহীত  


এদিকে সিলেট নগরের বিভিন্ন এলাকার রাস্তা ও পাহাড়ী ঢল ও অতি বর্ষনে নিন্মাঞ্চল এখন পানিতে টইটুম্বুর। সেখানে রাস্তায় থাকা বিভিন্ন গাড়ী পর্যন্ত পানিতে তলিয়ে যাচ্ছে। বাড়ীঘরে থাকা মানুষ যথাসম্ভব তুলনামুলক উচুস্থানে, কেউ কেউ টিনের ঘরের চাল কিংবা ছাদে আশ্রয় নিয়েছেণ। কেউ কেউ এলাকার বিভিন্ন আশ্রয়স্থল শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্নস্থানে ঠাই নেয়ার চেষ্টা করছেন। 

পানি অব্যাহত বেড়ে যাওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে অর্থাৎ পরিস্থিতির উন্নতি হওয়ার পর জানানো হবে বলে জানা গেছে।  


শেয়ার করুন