১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৭:০১:৪৩ পূর্বাহ্ন


ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, মিথ্যাচার বন্ধের দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, মিথ্যাচার বন্ধের দাবি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ


‘ভারতের আগ্রাসন এবং ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নির্জলা মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে’ ১৮ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ক্ষুব্ধ প্রবাসীরা। নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগরের উত্তর দক্ষিণ, পেনসিলভেনিয়া স্টেট, নিউজার্সিও উত্তর ও দক্ষিণ, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড স্টেট বিএনপিসহ মেট্রো এলাকার বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশ নেন। কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড বহন করেন। ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া স্বৈরাচার শেখ হাসিনা’ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দাসূচক সেøাগানও এ সময় ধ্বনিত হয়।

নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির। তা এখনো বিরাজ করছে। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন। তিনি বলেন, নিকট প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে যদি পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের আদালতে সমর্পণের পদক্ষেপ নেয়। বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবার ৮০ হাজার কোটি টাকা লুট করেছে। সেই অর্থ নিয়ে ভারতে পালিয়েছেন। তাকে অবিলম্বে লুণ্ঠিত অর্থসহ বাংলাদেশ সরকারের কাছে ফেরত পাঠালেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন্ন থাকবে।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম-আহ্বায়ক ও সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, বদরুল হক আজাদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তর এর সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম স্বপন, ভার্জিনিয়া স্টেট বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন।

নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শরীফ চৌধুরী পাপ্পু, তোফাজ্জল লিটন, জিয়াউর রহমান মিশন, মাসুদুল আলম, কামরুল হাসান, বাদল, তাজুল ইসলাম, রাহিমুল ইসলাম প্রিন্স, মো ফারুক হোসেন, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি সভাপতি শাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব খান, জাহাংগীর আলম চৌধুরী, অ্যাডভোকেট ভুট্টো, আবদুল আওয়াল, সেলিম খান, এ আর মাহবুব চেয়ারম্যান, হাসান মাহমুদ, কাজী মনির, শাহ জামান, আলমগীর মৃধা, বাদল হোসেন, লিয়াকত হোসেন, জিয়াউল হক মিশন, ফারদিন রেজা রনি, জামাল হোসেন, আব্বাস উদ্দিন, মো. রাকিব হোসেন, মো. পাপ্পু, তোফাজ্জল রহমান, হাসান মাহমুদ, কাজী মনির, মো. মজিবুর রহমান স্বপন, জুয়েল শেখ, মানিক চেয়্যারম্যান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, সাবেক সেক্রেটারি আবু সাঈদ, মনিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাই কমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই পথসভা থেকে জানানো হয়। সভাপতির বক্তব্যে মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, গণহত্যার মামলার আসামী হিসেবে শেখ হাসিনাকে ভারত অবিলম্বে ফিরিয়ে দিয়ে দুদেশের মধ্যেকার ভ্রাতৃত্ব প্রতিম সম্পর্ক অটুট রাখবে বলে আশা করছি। এ সময় তিনি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা বন্ধের দাবিও জানান।

শেয়ার করুন