১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেবেনা জেএসডি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২২
নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেবেনা জেএসডি


নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় জেএসডি অংশ নেবে না। আজ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়। পার্টির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়। এতে বলা হয় ইভিএম এ কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং এ মেশিন আরো উন্নত করা যায় কিনা সে বিষয়ে ২১ জুন রাজনৈতিক দলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়।

এব্যাপারে দলটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয় নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন মনে করে বিধায় জেএসডি অংশগ্রহণ করবে না।

বিবৃতিতে আরো বলা হয়,জেএসডি মনে করে নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি । ইভিএম মেশিন নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাঁধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখার 'ডিজিটাল কারচুপির' নির্ভরযোগ্য মেশিন।

বিশ্বে প্রযুক্তির অধিকারী বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ও মালযয়েশিয়াসহ বহু দেশ যেখানে ইভিএম বর্জন করছে সেখানে প্রযুক্তিগত দিক থেকে পেছনে পড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগোচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না এবং জনগণ এই চাপিযয়ে দেয়ার সিদ্ধান্ত মেনেও নেবে না।


 

শেয়ার করুন