০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:২৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


আসাদ আলম সিয়াম নতুন পররাষ্ট্র সচিব
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৫
আসাদ আলম সিয়াম নতুন পররাষ্ট্র সচিব


যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।’

আদেশটি ২০ জুন থেকে কার্যকর হবে এবং নবনিযুক্ত পররাষ্ট্র সচিব রোববার দায়িত্ব গ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসসকে জানিয়েছেন।

তিনি (সিয়াম) মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে (২০২৪) দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

২৩ মে থেকে জসীম উদ্দিনের বিদায়ের পর সচিব মো. রুহুল আলম সিদ্দিক এই পদে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।

একজন পেশাগত কূটনীতিক হিসেবে সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।

শিক্ষাগতভাবে সিয়াম একজন স্থপতি, তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে রয়েছে- পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে পরিচালক, ইউরোপ ও ইইউ উইংয়ের মহাপরিচালক, প্রোটোকল প্রধান, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং মিশনের মহাপরিদর্শক পদ।

তার বিদেশে কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ব্যাংকক, জাকার্তা এবং ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে পোস্টিং।

তিনি মিলানে দেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন এবং ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিয়াম অসংখ্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে ইউএন এসকাপ -এ বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন।

তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর গভর্নর বোর্ডের গভর্নর, জাতিসংঘের মাদক কমিশনের (সিএনডি) ৬৭তম অধিবেশনের ভাইস-চেয়ারম্যান এবং ম্যানিলায় কলম্বো প্ল্যান স্টাফ কলেজের গভর্নর এবং বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন