০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সরকারকে পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন
আবারো মির্জা ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
আবারো মির্জা ফখরুলের  জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর. ছবি/সংগৃহীত


 ‘আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তাদের দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করা। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে আজ প্রয়োজন জাতীয় ঐক্য।’ কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৯ এপ্রিল গণফোরামের উদ্যোগে ইফতার-পূর্ব আলোচনা সভায় এ আহ্বান জানান বিএনপির মহাসচিব। 

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার বিএনপি মহাসচিব গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের মাঠে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। বেশ কিছুদিন পর তিনি আবারও সে ঐক্যের আহ্বান জানালেন। যদিও ইতিমধ্যে এ ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রেখেই এগুচ্ছে তারা। 

এদিকে স্থানীয় এক হোটেলে আয়োজিত ওই ইফতার পূর্ব আলোচনা ছিল মূলত ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলন’ শীর্ষক আলোচনা সভা। ওই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ (নুরুল আম্বিয়া), নাগরিক ঐক্য, বিকল্পধারাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব তার বক্তব্যে বলেন, ‘জনগণ পরিষ্কারভাবে জানতে চায় কোনও গোঁজামিল নয়, আমরা কী করতে চাই, কীভাবে করতে চাই তা পরিষ্কার বলতে হবে। আমরা মাঠে নামলে জনগণ মাঠে নামবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনও গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি।’ তিনি আরো বলেন, ‘জাতীয় সমস্যাকে দলীয়ভাবে চিন্তা করলে সমাধান খুঁজে পাওয়া যাবে না। জাতীয় সমস্যা জাতীয়ভাবে সমাধানে জাতীয় সরকার দরকার।’

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় জাসদের শরীফ নুরুল আম্বিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, পিপলস পার্টির বাবুল সরদার চাখারীসহ গণফোরামের নেতারা বক্তব্য রাখেন। 



শেয়ার করুন