২৬ মার্চ ২০২৫, বুধবার, ০১:৩০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এদেশে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দিব না- আখতার হোসেন সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে- মাহফুজ আলম আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে- তারেক রহমান প্যারিসে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণ সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক- তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই- প্রধান উপদেষ্টা আ.লীগ নিষিদ্ধের দাবীতে মধ্যরাতে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের কারণে ৫৫ হাজার মৃত্যু


দেশকে শবনম বুবলী
খারাপ সময়ে একে অপরকে সাহায্য করা বড় কাজ
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
খারাপ সময়ে একে অপরকে সাহায্য করা বড় কাজ শবনম বুবলী


শবনম বুবলী। ৯ বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় দক্ষতা এবং চরিত্র দিয়ে দর্শকদের মনে গভীর ছাপ রেখে চলেছেন। তবে এবার তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। কী কারণে তিনি প্রযোজনার দিকে পা বাড়ালেন? তাঁর এই যাত্রার পেছনে কোন ধরনের অভিজ্ঞতা বা চিন্তা রয়েছে, তা নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির 

প্রশ্ন: প্রযোজক হওয়ার সিদ্ধান্ত কীভাবে এল?

শবনম বুবলী: প্রযোজক হওয়ার বিষয়টি একেবারে হঠাৎ করে হয়নি। দীর্ঘ ৯ বছরের অভিনয় জীবনে আমি শিল্পী হিসেবে অনেক কিছু শিখেছি এবং দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। যখন আপনি কোনো কাজ ভালোভাবে করেন, তখন তার ফল হিসেবে শ্রদ্ধা ও সাপোর্ট আসে। সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমি মনে করলাম, যদি আমি এই ইন্ডাস্ট্রিতে আরও কিছু অবদান রাখতে পারি, তাহলে সেটা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।

আমি বিশ্বাস করি, একজন শিল্পী হিসেবে আমি মিডিয়ায় অনেক কিছু পেয়েছি। আমার প্রতিটি কাজ, প্রতিটি চরিত্র দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমার কাজের মাধ্যমেই আমি যেমন ভালোবাসা পেয়েছি, তেমনি এখন আমার দায়িত্ব ইন্ডাস্ট্রিকে কিছু ফিরিয়ে দেওয়া। এই চিন্তা থেকেই প্রযোজক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিডিয়ার প্রতি ভালোবাসা থেকে আমার এই যাত্রা শুরু।

প্রশ্ন: চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংকটকাল: এখন কেন প্রযোজক হলেন?

শবনম বুবলী: এখন তো চলচ্চিত্রে সংকটকাল চলছে। শিল্পীদের জন্য এমন সময়ে প্রযোজক হয়ে ওঠা একধরনের চ্যালেঞ্জ হতে পারে। তবে আমি মনে করি, এই সংকটকালেই আমি নিজের উদ্যোগ গ্রহণ করেছি, কারণ খারাপ সময়ে একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় শক্তি। ভালো সময়ে তো সবাই ব্যবসা করতে পারে, কিন্তু খারাপ সময়ের মধ্যে দাঁড়িয়ে শিল্পী এবং প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো আরও বেশি প্রয়োজন। আমার এই উদ্যোগ সত্যিই চ্যালেঞ্জিং, কিন্তু আমি জানি, সকলের শুভ কামনা এবং সহযোগিতা পেলে আমরা সফল হতে পারব।

প্রশ্ন: বিগ প্রডাকশনসের পরিকল্পনা এবং লক্ষ্য

শবনম বুবলী: এখন আমাদের প্রডাকশন হাউস ‘বিগ প্রডাকশনস’ শুরু হচ্ছে। আমাদের প্রডাকশন হাউসের জন্য ইতিমধ্যে ফেসউক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। প্রথমত, আমরা নাটক দিয়ে এই যাত্রা শুরু করছি এবং ঈদুল আজহায় একটি দারুণ গল্পের নাটক আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এটি একেবারে নতুন একটি উদ্যোগ, যেখানে শিল্পী, নির্মাতা এবং অন্যান্য কলাকুশলী সবাই মিলে কাজ করবে। প্রডাকশন হাউসটি শুধু সিনেমা নয়, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন-সব ধরনের কাজ করবে। আমাদের লক্ষ্য হলো, সবার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারবে।

প্রশ্ন: কোয়ালিটি নিয়ে আপস নয়

শবনম বুবলী: আমরা জানি যে, অনেক প্রযোজক আসেন, কিন্তু বেশিরভাগই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না। তবে আমি জানি, আমি থেমে যেতে আসিনি। আমার পরিকল্পনা দীর্ঘমেয়াদী। আমি চাই বিগ প্রডাকশনসের মাধ্যমে দর্শকদের কাছে এমন কিছু প্রোডাকশন নিয়ে আসতে, যা ভালো মানের হবে। কোয়ালিটির সঙ্গে কোনো আপস করা হবে না। এটি এমন একটি উদ্যোগ, যেখানে শিল্পীরা নতুন এবং পুরানো সকলেই কাজ করতে পারবেন। আমাদের লক্ষ্য হবে, কাজের সুযোগের অভাব দূর করা এবং শিল্পীদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা।

প্রশ্ন: অভিনয় ক্যারিয়ার এবং প্রযোজনা: কীভাবে সমন্বয় করবেন?

শবনম বুবলী: অনেকেই হয়তো ভাববেন, প্রযোজনা হাউস চালানো এবং অভিনয় একসঙ্গে করা কিভাবে সম্ভব? আমি জানি, অনেক মিডিয়া পারসোনালিটি একাধিক ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত থাকেন, তবে আমি নিজে এমন কোনো পরিকল্পনা করি না। তবে আমি মনে করি, যখন ভালো কাজ আসবে, তখনই আমি অভিনয় করব। আমার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি প্রডাকশন হাউসের কাজও ভালোভাবে পরিচালনা করতে চাই। আমরা কাজের জন্য নির্দিষ্ট সময় এবং পরিকল্পনা তৈরি করেছি, যাতে কাজের মানের সঙ্গে কোনো আপস না হয় এবং দর্শক আমার কাজে সন্তুষ্ট থাকে।

প্রশ্ন: শিল্পী হিসেবে ভালোবাসা: প্রযোজক হিসেবেও চাই

শবনম বুবলী: যে ভালোবাসা আমি শিল্পী হিসেবে পেয়েছি, তা প্রযোজক হিসেবেও আশা করছি। আমি চাই আমার প্রডাকশন হাউসের মাধ্যমে সবার কাছ থেকে সেই ভালোবাসা ফিরে আসুক। এটা শুধু আমার জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করার একটি সুযোগ হতে পারে। আমি চাই বিগ প্রডাকশনসের কাজগুলো সবার কাছে প্রশংসিত হোক এবং আমাদের নতুন পথের সূচনা হোক।

প্রশ্ন: ব্যক্তিগত জীবন ও সমালোচনা: মনোযোগ কোথায়?

শবনম বুবলী: সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হচ্ছে অনেক বেশি। তবে আমি চাই দর্শক আমাকে শুধু কাজের জন্য মনে রাখুক। আমাদের ব্যক্তিগত জীবনও থাকে, তবে সেটা শিল্পী হিসেবে আমাদের কাজের পথে বাঁধা হতে পারে না। আমি সব সময় চাই কাজের প্রতি মনোযোগী হতে এবং সাফল্য পাওয়ার জন্য কাজ করতে। এমনকি, ব্যক্তিগত জীবনের সমালোচনাও আমি কাজে প্রভাবিত হতে দিতে চাই না। আমি মনে করি, প্রতিটি ভালো কাজের পেছনে কিছু বাধা আসবেই, কিন্তু সেই বাধাগুলো উপেক্ষা করে যদি আমি আমার কাজের প্রতি মনোযোগী থাকি, তবে সাফল্য আসবেই।

প্রশ্ন: ভবিষ্যত পরিকল্পনা?

শবনম বুবলী: আমার ভবিষ্যত পরিকল্পনা হলো, প্রডাকশন হাউসের মাধ্যমে ভালো কাজের সুযোগ তৈরি করা, যেখানে নতুন এবং পুরনো শিল্পীরা সমানভাবে কাজ করতে পারবে। প্রডাকশন হাউস থেকে শুধু সিনেমাই নয়, অন্যান্য মিডিয়া কাজেও সাফল্য অর্জন করার পরিকল্পনা রয়েছে। সর্বোপরি, আমার আশা, আমার কাজ এবং উদ্যোগের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি নতুন একটি পথ খুঁজ পাবে, যেখানে সবার জন্য কিছু হবে।

শেয়ার করুন