০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০১:৩২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতারে গ্রেস মেং
অভিবাসীদের সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
অভিবাসীদের সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ


ওয়াশিংটনে আমাদের প্রতিদিন নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন অহেতুক নানা সমস্যা তৈরি করছেন। বিশেষ করে ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে। তার জন্য আমাদের ফাইট করতে হচ্ছে। গত ১৫ মার্চ নিউইয়র্কের আগ্রাপ্লেস রেস্টুরেন্টে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২২তম ইফতার ও সৌহার্দ্য সম্প্রীতির অনুষ্ঠানে। তার সঙ্গে সুর মিলিয়েছেন স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিওম্যান এলিসিয়া হাইডম্যান, সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস। নিউইয়র্ক থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে বিজয়ী এসব জনপ্রতিনিধিরা অভিবাসনবীরোধী নানা পদক্ষেপের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, আমরা যারা কঠোর শ্রমে আমেরিকান গড়ছি, তারা সবাই আমেরিকান। আমাদের বিভক্ত করার চেষ্টার পরিণতি ভালো হবে না। সংগঠনের সভাপতি মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু, সিনিয়র সহ-সভাপতি এ এফ মিসবাহউজ্জামান ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গণি, বিশিষ্ট লোন অফিসার আকিব হোসেন, জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি, উপদেষ্টা রেজাউল করিম, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন জালাল প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ছদরুন নূর, আমিনুল ইসলাম চন্নু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, আরেক অংশের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, জেবিবিএর কর্মকর্তা আতিকুল ইসলাম জাকির, বিশিষ্ট ব্যবসায়ী এম আই খান সুলতান, সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, রাশেক মালিক, কাজী আবু নাসের, সমন্বয়কারী আকতার বাবুল, নওশাদ হায়দার, হিমু মিয়া, মহিন উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব জিল্লুর রহিম, শরিফ হোসাইন, ইকবাল আহমেদ, সেবুল মিয়া, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, ইয়াসমীন রিমি, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, কাজী তোফায়েল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, আব্দুর রশিদ বাবু, আহসান হাবিব, সরওয়ার খান বাবু, একেএম রফিকুল ইসলাম ডালিম, সোসাইটির কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি সবাইকে শুভেচ্ছা জানান বিপুল সাড়া দেওয়ার জন্য। তিনি বলেন, আমরা পবিত্র রমজানের যে বার্তা তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। তারা আমাদের অনুষ্ঠানে সব ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানান। তিনি অনুষ্ঠানকে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসবাহউজ্জামান দৃপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন যে, গত ২১ বছরের মতো এবারও ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থনের মধ্যদিয়ে জ্যামাইকাবাসীর ঐক্য আবারও দৃশ্যমান হলো।

জুমানি উইলিয়াম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিলাল চৌধুরী ইফতার মাহফিল সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮ আইটেমের ইফতারের অন্যতম ছিল মক্কা থেকে আনা জমজমের পানি। ছিল পান-সুপারিও। ফলে ইফতার শেষে ঘরে ফেরার সময় কেউই অতৃপ্ত থাকেননি। মাহফিলে জানানো হয় যে, সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব হবে এবারই। সেখানেও সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার।

শেয়ার করুন