১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


লন্ডনগামী ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান বিধ্বস্ত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৫
লন্ডনগামী ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান বিধ্বস্ত


ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে বৃহস্পতিবার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। রয়টার্স জানাচ্ছে মৃত্যুর সংখ্যা মোট ২৯০ এর উপরে। 
আহমেদাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। আর এটি গিয়ে পরে একটি কলেজ হোষ্টেলের উপর। দুপুরে যেখানে অনেকেই খাবার গ্রহন করছিলেন। হোষ্টেলেরও বেশ কজন নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনাকে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ভারতের বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এ দুর্ঘটনায় 'স্তম্ভিত ও মর্মাহত' হয়েছেন বলে মন্তব্য করেছেন।

এএফপি'র একজন সাংবাদিক জানান, আহমেদাবাদ বিমানবন্দরের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, বিমানটি একটি 'মেডে' (জরুরি সহায়তা) সংকেত পাঠানোর পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আশি লাখ জনসংখ্যার শহর আহমেদাবাদ ভারতের গুজরাট রাজ্যের প্রধান শহর। এ শহরের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত।

বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেন, বিমান চলাচল ও জরুরি সেবা সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম চালাতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা সকল আরোহী ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি রইল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান নাটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে,, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী  বিমানটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।

তিনি আরও বলেন, এ ভয়াবহ দুর্ঘটনার শিকার সকল আরোহী ও তাদের স্বজনদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি জরুরি সহায়তা কেন্দ্র ও তথ্য সেবা দল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ভারতে একাধিক মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে দিল্লির আকাশে দুটি জেট বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩৫০ জন নিহত হন।

২০১০ সালে, দক্ষিণ-পশ্চিম ভারতের ম্যাঙ্গালোরে  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক বিমান দুর্ঘটনায় ১৬৬ জন আরোহীর মধ্যে ১৫৮ জন প্রাণ হারান।

এর আগে, ১৯৮৫ সালের জুন মাসে মন্ট্রিয়াল থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৪৭ বিমান আয়ারল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়। এতে ৩২৯ জন আরোহীর সবাই নিহত হন।

এদিকে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.  ‍মুহাম্মদ ইউনূস, তারেক রহমান সহ অনেকেই শোক প্রকাশ করেছেন। 

শেয়ার করুন