১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৩২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করলো স্টেট ডিপার্টমেন্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
ভারত ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করলো স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের লগো


ভারত ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ভারতকে ‘লেভেল ২’ হুমকি হিসেবে চিহ্নিত করেছে তারা। এছাড়া ভারতে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদ বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তরফে বলা হয়েছে, ভারতে ধর্ষণ, সহিংসতা ও সন্ত্রাসবাদের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পর্যটন এলাকা ও কোলাহলপূর্ণ এলাকাগুলোয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভ্রমণকারীদের কিছু এলাকা ভ্রমণ থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের পূর্বাঞ্চল, তেলেঙ্গানা রাজ্যের উত্তরাঞ্চল ও পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল অন্যতম। ঝুঁকির কারণে ভারতে কর্মরত মার্কিন কর্মীদের ওই অঞ্চলগুলো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমোদের প্রয়োজন হবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। 

এছাড়া ভ্রমণকারীদের ভারতীয় আইন ও রীতি মেনে চলার অনুরোধও করা হয়েছে। নারীদেরকে একা ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভ্রমণকারীদের অন্য যেকোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে একই ধরণের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ‘লেভেল ৪’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ভ্রমণ না করতে বলা হয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর অন্যতম। যেখানে প্রায়ই সন্ত্রাসী হামলা হয়ে থাকে। এই এলাকাগুলো ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত। শ্রীনগর, পেহেলগাম কাশ্মীর ভ্যালির মতো পর্যটন এলাকাও এই সতর্কতার আওতায় রয়েছে। মধ্য ও পূর্ব ভারতের কিছু অঞ্চলও ভ্রমণ না করতে বলা হয়েছে। সেখানে রাজনৈতিক চরমপন্থীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং পুলিশ, আধাসামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওই অঞ্চলগুলো ছাড়তে বাধ্য করেছে। 

শেয়ার করুন