১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৫৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


ব্রঙ্কসে হাজারো মানুষের উপস্থিতিতে বাকার পথমেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
ব্রঙ্কসে হাজারো মানুষের উপস্থিতিতে বাকার পথমেলা মেলায় মানুষের উপস্থিতি


বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা সিডিপ্যাপ অ্যান্ড আলেগ্রা দশম বাংলা মেলা সফলভাবে সম্পন্ন হলো গত ২৯ জুন বাংলাদেশি অধু্যুষিত ব্রঙ্কসের ওয়াটারবেরি অ্যাভিনিউয়ে। কয়েক হাজার মানুষের সমাগমে পরিপূর্ণ এই বাংলা মেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর, পিপল আপের প্রেসিডেন্ট ড. স্যার আবু জাফর মাহমুদ। স্মরণকালের বর্ণাঢ্য এই মেলায় উপস্থিত হয়েছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, মেয়র তার বক্তব্যে এই রকম একটা সফল মেলা আয়োজন এবং মেলায় এতো বিপুল মানুষের সমাবেশ ঘটানোয় আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামীতে সংগঠনের সঙ্গে যে কোনো কার্যক্রমে শরিক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। মেয়র তার বক্তব্যে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জোহরান মামদানির সমলোচনা করে বলেন, আমরা কেউ সোস্যালিস্ট নই। তিনি বলেন, আপনাদের মধ্যে কারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং কমিউনিটির ব্যবসা করেন। আমরা সব সময় ক্ষুদ্র এবং কমিউনিটির পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। অনুষ্ঠানে মীর বাশার মেয়র এরিক অ্যাডামসের জন্য ভোট প্রার্থনা করেন।

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, গ্রি মেকানিকেল ইয়ঙ্কার্স-এর প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী, বিশিষ্ট অ্যাটর্নি এবং কুইন্স ডোমোক্রেটিক লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট জুনেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রহিম বাদশা, মাসুদ রহমান, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সিপিএ আহাদ আলী, রিয়েলটর সালেহ উদ্দিন, রিয়েল এস্টেট ইনভেস্টের বিলাল চৌধুরী, ব্রোকার আকিব হোসেন, রিয়েলটর শেরুজ্জামান শিরু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, মেলা কমিটির আহবায়ক ও সংগঠনের প্রচার ও গণ সংযোগ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, এমডি আলাউদ্দিন, শাহ কামাল উদ্দিন, মেলা কমিটির সদস্যসচিব ও সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, স্কুল শিক্ষা ও সমাজসেবা সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সদস্যসচিব সালমা সুমী, কার্যকরি পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম।

সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরি পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান।

কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি অ্যাকটিভিস্ট ফয়েজ চৌধুরী, আবু সাইদ আহমদ, মৌলভীবাজার সমিতি নিউজার্সির অন্যতম কর্মকর্তা সুলেমান চৌধুরী, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকী, লুটোনেন্ট বিলাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সাইদ আহমেদ, ফয়েজ চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মখন মিয়া, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, কমিউনিটি অ্যাকটিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, মোতাসিম বিল্লাহ তুষার, ফারমিস আকতার, জামাল আহমেদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন, কমিউনিটি অ্যাকটিভিস্ট খবির উদ্দিন ভুইয়া প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন-প্রখ্যাত সংগীতশিল্পী প্রতীক হাসান, বাউল কালা মিয়া, রেশমী মির্জা, শাহ মাহবুব। নৃত্য পরিবেশন করেন নিউ ইয়র্কের উদীয়মান নৃত্যশিল্পী মায়া এঞ্জেলিনা। মেলার শুরুতে লোকজনের উপস্থিতি একটু কম থাকলেও পড়ন্ত বিকেলে মানুষের যেন ঢল নামে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাটও ছিল। মেলায় যারা এসেছেন তারা চুটিয়ে আড্ডা মেরেছেন এবং নিজেদের পছন্দের পোশাক কেনাকাটা করেছেন। এটি মৌসুমের প্রথম মেলা হওয়ায় মানুষের বাঁধাভাঙা উপস্থিতি লক্ষ করা যায়। এই সংগঠনটি প্রতি বছরই মেলার আয়োজন করে থাকে। যে কারণে তাদের প্রতি মানুষের অগাধ আস্থা সৃষ্টি হয়েছে। সুতরাং বাকার মেলা মানেই সফল এবং সার্থক মেলা। সোজা কথা বলতে গেলে বলতে হয় প্রবাসে একখণ্ড বাংলাদেশ।

সফল বাংলা মেলার সমাপ্তিতে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী মেলায় সর্বাত্মক সহযোগিতা করার জন্যে মেলার স্পনসর বাংলা সিডিপ্যাপ অ্যান্ড আলেগ্রা, অ্যাটর্নি এইচ ব্রুশ ফিসার, স্টারলিং ডায়াগনস্টিক, আহাদ আলী অ্যান্ড কোং, গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্স, খলিল বিরিয়ানি, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি, হেলথ ফার্স্ট, আল আকসা রেস্টুরেন্ট, নীরব রেস্টুরেন্ট, সিলেট মটরস, শাপলা কফি হাউস, অ্যাটর্নি পেরি ডি সিলভা, রিয়েলটর ময়নুজ্জামান চৌধুরী, শেরুজ্জামান শিরু, শাহ জে চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেলার শেষপর্বে ছিল র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ। 

পরিশেষে সংগঠনের সভাপতি মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনেও বাকার বিভিন্ন কার্যক্রমে সবার এরকম স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতা কামনা করে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন