০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন


বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২২
বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড /ছবি সংগৃহীত


আটলান্টিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট “নেটো”র স্ট্রাইক কোরের অংশ হিসেবে কাজ করবে বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড - রণতরী। 



রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে আমেরিকার সংঘাতকে কেন্ত্র করে আটলান্টিকে পরমাণু চালিত এ বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ‘তাৎপর্যপূর্ন’ বলে মনে করছে সামরিক বিশ্লেষকদের একাংশ। 



তের হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত এ যুদ্ধজাহাজটি আমেরিকার ৩৮ তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামে। ৩৩৭ মিটার দীর্ঘ এবং এক লক্ষ টন ওজনের এই যুদ্ধজাহাজে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকাপ্টার রাখার ব্যাবস্থা রয়েছে। রয়েছে দুটি রানওয়ে। 





মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এ যুদ্ধজাহাজে ন্যাটোভুক্ত দেশ কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ডস এবং স্পেসের নৌসেনারা ব্যাবহার করতে পারবেন। মুলত আটলান্টিক মহাসাগরে ন্যাটোর ‘ভাসমান দুর্গের ভুমিকা পালন করবে এই ইউএসএস জেরাল্ড ফোর্ড।  

তথ্যসুত্র: আনন্দ বাজার অনলাইন 

শেয়ার করুন