২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:০৭:০৫ অপরাহ্ন


জরুরি পরিস্থিতিতে বিদেশী ছাত্রছাত্রীরা ১৮ মাস কাজের অনুমতি পাবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
জরুরি পরিস্থিতিতে বিদেশী ছাত্রছাত্রীরা ১৮ মাস কাজের অনুমতি পাবে


গুরুতর অর্থনৈতিক অসুবিধার কারণে এফ-ওয়ান নন ইমিগ্রেশন ছাত্রছাত্রীরা স্পেশাল স্টুডেন্ট রিলিফ এ্যাক্ট এর আওতায় ১৮ মাস পর্যন্ত কাজের অনুমতি পাবে। 

যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নন ইমিগ্রেশন ছাত্রছাত্রীরা এ আইনে জরুরি পরিস্থিতিতে ক্যাম্পাসের বাইরে ১৮ মাস পর্যন্ত কাজের অনুমতিসহ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে। এই কর্মসংস্থানের অনুমতি ও ওয়ার্ক পারমিট শিক্ষার্থীর একাডেমিক প্রোগ্রামের শেষ তারিখের পরে নতুন করে নবায়ণ নাও হতে পারে।

জরুরি পরিস্থিতি হল এমন ঘটনা যা একটি দেশে বা অঞ্চলের অভিবাসী ছাত্রছাত্রীরা প্রাকৃতিক দুর্যোগ, অর্থিক সংকট এবং সামরিক সংঘাত পরিস্থিতি অন্তর্ভুক্ত হতে পারে তবে তা এর মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোন সংঘাতময় পরিস্থিতি বা যেকোন দেশ দেউলিয়া হলেও তা এই আইনের অন্তর্ভুক্ত হবে। 

শেয়ার করুন