০৩ মে ২০১২, শুক্রবার, ০৭:৫৮:৫৯ অপরাহ্ন


ওয়াশিংটন থেকে কুয়েত এয়ারলাইন্সের নতুন ফ্লাইট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
ওয়াশিংটন থেকে কুয়েত এয়ারলাইন্সের নতুন ফ্লাইট


কুয়েত এয়ারলাইন্স ওয়াশিংটন থেকে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে। কুয়েত এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্ট থেকে কুয়েত এয়ারলাইন্সের সারাসরি ফ্লাইট চালু হচ্ছে। অত্যাধুনিক এয়ারক্র্যাপ্ট (এ ৩০০-৮০০) ওয়াশিংটন ডুলাস এয়ারপোর্ট থেকে সরাসরি কুয়েত এয়ারপোর্টে যাবে। কুয়েত এয়ারলাইন্স থেকে আরো জানানো হয় যে, ওয়াশিংটন এবং আশেপাশের স্টেটগুলোতে অনেক যাত্রী রয়েছেন, তাদের কথা চিন্তা করেই এই নতুন ফ্লাইট চালু করা হয়। বাংলাদেশীসহ যেসব এশিয়ান যাত্রী রয়েছেন তারাও এই ফ্লাইটে গিয়ে কুয়েত থেকে নিজ নিজ দেশে যেতে পারবেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেএফকে আন্তর্জাতিক এয়ারপোর্টের পর ওয়াশিংন ডুলাস এয়ারপোর্ট থেকে দ্বিতীয় রুট চালু করলো কুয়েত এয়ারলাইন্স। ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্ট থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে। প্রতিটি ফ্লাইট রাত ৮টায় যাত্রা শুরু করবে। এই এয়ারলাইন্সের মধ্যে ৩২টি বিজনেস ক্লাস এবং ২০৩টি ইকোনোমিক সিট রয়েছে। যে ফ্লাইটগুলো যাবে তারমধ্যে রয়েছে কেইউ ১১৫ এবং কেইউ ১১৬। এই রুটটি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা। ডিসেম্বর থেকে জেএফকেও প্রতিদিন ফ্লাইট চালুর কাজ শুরু করেছে।

শেয়ার করুন