২৮ এপ্রিল ২০১২, রবিবার, ৬:৪১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা


বিজনেস অ্যান্ড ট্যুরিজমের গ্লোবাল ক্যাপিটাল নিউইয়র্কের ম্যানহাটনে ২২ ও ২৩ সেপ্টেম্বর হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা-২০২৩। এটি ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স যৌথ আয়োজন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ১২০টি প্রতিষ্ঠানের স্টল থাকবে এখানে। আসবে বহুমুখী শিল্প ও সেবা খাতের উদ্যোক্তারাও। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত এই আয়োজন সফল করতে সহযোগিতা করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলার এবারের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রফতানি নিয়ে সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের নিয়ে থাকবে আইটি বিষয়ক সেমিনার হবে।

ইপিবির মাধ্যমে ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র্য পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাত থেকে উদ্যোক্তা এই ট্রেড শোতে অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চারটি বোরোতে রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে। ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনার এতে অংশগ্রহণ করবেন। প্রতিটি অনুষ্ঠানে ৩০০ সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে। এ থেকে সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কারও দেওয়া হবে। মেলায় বাংলাদেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জও অংশ নেবে। এমন আয়োজন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরো মজবুত করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে বলে আশা করছে ব্যবসায়ী মহল।

শেয়ার করুন