২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৪:৪৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


তিন বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পেনসিলভানিয়ায় বিক্ষোভ
আশরাফুল ইসলাম আরিফ
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
তিন বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পেনসিলভানিয়ায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা


নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার বিটিএসপির সদস্য মরহুম মাহবুবুর রহমানসহ আসিফ, জেমস এবং সাজুর হত্যার প্রতিবাদে বৃহত্তর ফিলাডেলফিয়ার আপারডার্বির মসজিদ আল মদিনার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি বংশোদ্ভূত সব বাংলাদেশিসহ এই পর্যন্ত পেনসিলভানিয়ায় সব হত্যাকারীর বিচারের দাবিতে গত ৩ নভেম্বর শুক্রবার আপারডার্বির ৬৯ ওয়ালনাট স্ট্রিটের মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পেনসিলভানিয়ার প্রায় সব সংগঠনের (৩০টির অধিক) এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বাংলাদেশিরা ছাড়াও আপারডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্স, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ কারি এবং হিদার বয়েড, ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে আগত লে. ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল অ্যাট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল অ্যাট লার্জ লরা উইন্টজে উপস্থিত ছিলেন।

অত্যন্ত গঠনমূলক এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদ আল মদিনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভাটি পরিচালনা করেন কাউন্সিলম্যান শেখ সিদ্দিক। প্রতিবাদ সভায় বক্তারা মাহবুবুর রহমানসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

প্রতিবাদ সভার শুরুতে মসজিদের ইমাম এবং ডাইরেক্টর মুফতি রায়হান কোরআন তেলাওয়াত এবং সবার জন্য দোয়া করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এবং মূলধারার রাজনীতিবিদ আবু আমিন রহমান। তিনি বলেন, আমাদের প্রশাসনের বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে সব হত্যার বিচারের জন্য। এছাড়াও ভবিষ্যতে আমাদের করণীয় কী তা ব্যাখ্যা করেন। আবু আমিন রহমানের পর পরই মসজিদের সভাপতি জিয়াউর রহমান উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের কাছে সব হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতার এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সভাপতি শেখ সিদ্দিক মঞ্চে আহ্বান জানান আপার ডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্সকে হত্যাকারীর গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সবাইকে জানানোর জন্য। এই বিষয়ে মেয়র সিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ এবং অপরাধীকে গ্রেফতাওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান। পুলিশ ক্যাপ্টেন এবং বিস্তারিত ব্যাখ্য করেন গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে। ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার সবাই আশ্বস্ত করেন যে, অপরাধীকে গ্রেফতারের জন্য স্থানীয় সরকার, স্টেট এবং ফেডারেল সরকারের সকল প্রকার সহযোগিতা গ্রহণ করার মাধ্যমে আজ হোক কাল হোক আসামিকে গ্রেফতার করবেনই।

বক্তব্য রাখেন আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ কারি এবং হিদার বয়েড, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে আগত লে. ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল অ্যাট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল অ্যাট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল অ্যাট লার্জ লরা উইন্টজসহ অনেকে।

প্রতিবাদ সভায় সবার বক্তব্য ছিল, এ জাতীয় পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

উল্লেখ্য, বৃহত্তর ফিলাডেলফিয়াতে গত ৩৫ বছরে এই পর্যন্ত সর্বমোট ৬ জন (হেলাল, অপু, সাজু, জেমস, আসিফ এবং মাহবুবুর) হত্যাকাণ্ডের শিকার হন।

সবশেষে মসজিদ আল মদিনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সংগঠনসহ-সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে সবার উদ্দেশ্যে বলেন যে, মাহবুবুর রহমানসহ সব হত্যার বিচারের দাবিতে আপনারা আজ যেভাবে উপস্থিত হয়েছেন, আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে তিনি প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন