০৩ মে ২০১২, শুক্রবার, ৬:১৭:৫১ অপরাহ্ন


অনুর্ধ-১৯ এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৩
অনুর্ধ-১৯ এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন


বাংলাদেশ অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। এশিয়া কাপে বড়দের আফসোস থাকলেও ছোটরা ঠিকই কাংখিত লক্ষ্যে পৌছে গেছে। আজ রোববার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ওই লক্ষ্যে পৌছে যায় তারা। অবশ্য ফাইনাল ম্যাচটি বাংলাদেশ অনেকটা আগেই খেলে ফেলেছিল। ম্যাচটি ছিল সেমিফাইনালে ভারতের বিপক্ষে। আগুনঝড়া ওই ম্যাচে ভারতীয়দের হতাশার সাগরে ডুবিয়ে ফাইনালে ওঠে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশই ছিল হট ফেবারিট। বাস্তবেও তাই। এক তরফা ম্যাচে একরকম উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন মুকুট পরিধান করে বাংলাদেশের যুবারা।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ব্যাটিং করে বাংলাদেশ এ ম্যাচে সংগ্রহ করেছিল ২৮২ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না। ১৪ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ৭ রানে আউট হন জিশান আলম। জিশান ফিরলেও বাংলাদেশকে দ্রুত ম্যাচে ফেরান আরেক ওপেনার শিবলি। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শুধু দলের হালই ধরেননি দ্রুত রানও তোলেন শিবলি।

দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১২৫ রান যোগ করেন শিবলি-রিজওয়ান। রিজওয়ান ফিফটি করে ৬০ রানে ফিরলেও সেঞ্চুরি করেছেন শিবলি। টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি করার পথে আরিফুল ইসলামকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটিও গড়েন তিনি। কাঁটায় কাঁটায় ফিফটি করে আরিফুল আউট হলেএকের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ৮ উইকেটে ২৮২ রান এনে দেন শিবলি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪৯ বলে ১২৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংসটি ১২ চার ও ১ ছক্কায় সাজানো।


এরপর পাহাড় সম স্কোর সামনে রেখে খেলতে নেমে একের পর এক উইকেট হারিয়ে অসহায় হয়ে পরে। ৫০ হওয়ার আগেই ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত অলআউট ৮৭ রানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন মারুফ ও বর্ষণ।




শেয়ার করুন