২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১:০০:২৩ অপরাহ্ন


দেশকে শাবনূর
সালমানের মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছিল
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
সালমানের মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছিল অভিনেত্রী শাবনূর


চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে আদালতে গৃহীত হয়েছে। এ নিয়ে আলোচনায় আসা সহশিল্পী শাবনূর জানিয়েছেন, সালমানের মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই অভিনেত্রী অনলাইনে যুক্ত হয়ে কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে। এই বিষয়ে আপনার অবস্থান কী?

শাবনূর: যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। আমার সম্পর্কে এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন।

প্রশ্ন: অনেকেই দাবি করছেন, আপনি সালমান শাহর মৃত্যুর বিষয়ে কিছু জানেন। আপনি কী বলবেন?

শাবনূর: আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়- এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।

প্রশ্ন: সালমান শাহ আপনার দীর্ঘদিনের সহশিল্পী ছিলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

শাবনূর: সালমান ছিলো আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সে ছিলো একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। বলতে পারি, তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।

প্রশ্ন: সালমান শাহর মৃত্যুর পর আপনাকে নিয়ে নানা গুজব ও অপপ্রচার ছড়িয়েছে। এসব নিয়ে আপনি কীভাবে দেখছেন?

শাবনূর: সত্যি বলতে, সালমান শাহর অকাল মৃত্যু আমাকে ব্যক্তিগত ও মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছিল। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ ছিল। তার মৃত্যুর পর হয়তো কেউ কেউ নিজেদের বাঁচাতে বা অন্য কোনো উদ্দেশ্যে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়েছেন। এসব অপপ্রচার আমাকে মানসিকভাবে ভীষণভাবে কষ্ট দিয়েছে।

প্রশ্ন: আপনি বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। দূরে থেকে বাংলাদেশ ও চলচ্চিত্রজগৎকে কীভাবে দেখেন?

শাবনূর: আমি এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকলেও বাংলাদেশের চলচ্চিত্র, দর্শক ও সহকর্মীদের সঙ্গে আমার মানসিক যোগাযোগ সবসময় অটুট। দেশের চলচ্চিত্র নিয়ে আমি এখনও গভীর আগ্রহ রাখি। আমি চাই, নতুন প্রজন্মের শিল্পীরা দেশীয় সিনেমাকে আরও এগিয়ে নিক, বিশ্বদরবারে বাংলাদেশি চলচ্চিত্রের সুনাম ছড়িয়ে পড়ুক।

প্রশ্ন: সালমান শাহকে আপনি ব্যক্তি হিসেবে কেমন মানুষ হিসেবে মনে রাখেন?

শাবনূর: সালমান শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সহৃদয়, বিনয়ী এবং পেশাদার একজন মানুষ। সেটে তিনি সবার সঙ্গে হাসিখুশিভাবে মিশতেন, কাউকে ছোট করে দেখতেন না। আমি তাকে সবসময় এক অনুপ্রেরণার উৎস হিসেবে মনে রাখব যে নিজের কাজের প্রতি নিবেদিত থেকে অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

প্রশ্ন: সালমান শাহর পরিবার, বিশেষ করে তাঁর মায়ের প্রতি আপনার কোনো বার্তা আছে কি?

শাবনূর: সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের, তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রশ্ন: সবশেষে আপনি জনসাধারণের উদ্দেশে কী বলতে চান?

শাবনূর: আমি সবাইকে অনুরোধ করছি ভিত্তিহীন গুজব ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকুন। সালমান শাহর মৃত্যুর সত্য উদঘাটন হোক, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এই প্রার্থনাই করি।

শেয়ার করুন