১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৬:৪০:৪১ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ ৩১ দফার লিফলেট বিতরণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি এবং পরিচালনা করেন যুবদল নেতা আহাম্মদ রিপন ও জাহেদ হাসান সুমন খা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এমএ বাতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার রহমান সায়েম। এস সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সুলায়মান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান কাওসার, সাবেক ছাত্রদল নেতা ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এমএ মজিদ, কোকো স্মৃতি সংসদের সভাপতি সাদাত হোসেন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, সাদিক রহমান, দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী, সিদ্দীক মিসরী, ফজলুর রহমান, কাজী মুবীন, মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান, মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী, রাজ্ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খানসহ বহু নেতৃবৃন্দ।

পুরো কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন