১০ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৯:৩৮:৪০ পূর্বাহ্ন


জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ভারতসহ বিভিন্ন দেশের শোক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ভারতসহ বিভিন্ন দেশের শোক খালেদা জিয়া


বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া তাঁর রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধা জানিয়েছে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন। 

জাতিসংঘ 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।

পোস্টে আরও বলা হয়েছে, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্র 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আজ এ বিষয়ে এক পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’

রাশিয়া 

যুক্তরাষ্ট্রের মতোই রাশিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর সময়ে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কথা স্মরণ করেছে।

বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোকবার্তায় জানায়, ‘তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

চীন

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চীনের প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকাস্থ চীনা দূতাবাস পৃথক শোক বার্তা পাঠিয়েছে। তারেক রহমানের কাছে পাঠানো শোক বার্তায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমি বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্র পরিষদের প্রধানমন্ত্রী মহামান্য লি ছিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য ওয়াং ই পৃথকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা প্রেরণ করেছেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল রক্ষক হিসেবে ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আর তাঁর দৃঢ়তা জনগণকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু ছিলেন; দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদান একটি স্থায়ী ছাপ রেখে গেছে। চীনা জনগণ গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে চিরদিন স্মরণ করবে।

আপনার নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।

ভারত, নরেন্দ্র মোদী 

বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শোক জানান।

নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ যেন তাঁর পরিবারকে দান করেন।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।’

মালদ্বীপের শোক 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। তিনি অন্তর্বর্তী সরকার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক্সে এক শোক বার্তা প্রকাশ করেন।

পাকিস্তানের শোক 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জন্য আজীবন অবদান রেখে গেছেন বেগম খালেদা জিয়া। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, এই দুঃখের মুহূর্তে পাকিস্তান সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে তার চিন্তাভাবনা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শোকবার্তার শেষাংশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

যুক্তরাজ্যের গভীর শোক 

যুক্তরাজ্যও বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়,‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দূতাবাস আরও জানায়, ‘তাঁর পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ এছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম জিয়ার ভূমিকার কথা স্মরণ করেছে জাপান।

জাপান 

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে আমরা গভীর শোকাহত।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া দু’বার জাপান সফর করেছেন এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

জার্মানী 

জার্মানি খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর দীর্ঘ জনসেবা ও রাজনৈতিক উত্তরাধিকারকে সম্মান জানিয়েছে। বাংলাদেশে জার্মান দূতাবাস জানায়, ‘বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

দূতাবাস আরো বলেছে, তাঁর দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জার্মানি আরও জানিয়েছে, ‘২০০৪ সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোশকা ফিশারের সফর এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সফরে তাঁর সঙ্গে বৈঠকের কথা আমরা স্মরণ করছি।’ বার্তায় বলা হয়েছে, ‘জার্মানি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

ফ্রান্স 

বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাস জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’ দূতাবাস আরও জানায়, দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দূতাবাস জানায়, এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের পাশে রয়েছি। তাঁর উত্তরাধিকার স্মরণীয় হয়ে থাকবে।’

অস্ট্রেলিয়া 

অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

ইইউ’র শোক 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। মঙ্গলবার এক শোকবার্তায় ইইউ জানায়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

আঞ্চলিক সংস্থা বিমসটেকও শোক 

বিমসটেক সচিবালয় জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা চিরশান্তিতে থাকুক।’ 

শেয়ার করুন