১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৩৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর জন্য দোয়া


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনা করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই বুধবার বাদ মাগরিব ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন আবুল হোসেন।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য শাহ কামাল উদ্দিনের পরিচালনায় এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। গত ৯ জুলাই রোববার সিলেটে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাইয়ূম চৌধুরীর সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল বাতিন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ গৌছল আহমদ, ইমরান শাহ রন, সদস্য সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল বাকী, সুলতান মাহমুদ সিদ্দিকী উল্লাস, ম্যানহাটন বিএনপির সদস্য সচিব জিয়াউল আহমেদ জামিল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্রঙ্কস বিএনপি (পশ্চিম) ফুল মিয়া, মমতাজ আহমেদ (পুলিশ), ফখরুল ইসলাম, সৈয়দ আব্দুল বাসাত, স্বেচ্ছাসেবক নেতা ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলী মিলন প্রমুখ।

শেয়ার করুন