০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস সোসাইটির ফল উৎসব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস সোসাইটির ফল উৎসব


নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস সোসাইটি অব আমেরিকার উদ্যোগে প্রথমবারের মত উদযাপিত হল ফল উৎসব। গত ৩০ জুলাই শনিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা অডিটরিয়ামে আয়োজন করা হয় এ উৎসবের। সন্ধ্যা নামার সাথে সাথেই পরিবার পরিবার পরিজন নিয়ে ফল উৎসবে মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

দেশি বিদেশি চল্লিশ ধরনের ফল ছিল এই আয়োজনে। জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু, আমড়া, পেয়ারা, তেতুল, তরমুজ, আনারস, পারসিমনসহ নানা ধরনের ফলফলাদি দিয়ে ভরা ছিল এই আয়োজন। ফল খাওয়ার মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের কবিতা আবৃত্তি প্রাণবন্ত করে তুলে পুরো আয়োজনকে।

এসময় ফটোসেশন, বিশ্ববিদ্যালয় হল জীবনের স্মৃতি একে অপরের সাথে তুলে ধরেন অনেকে। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেণ অনেক সাবেক শিক্ষার্থী। ফল উৎসবের আহ্বায়ক আন্তর্জাতিক  নিরাপত্তা বিশ্লেষক ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষক ইমরান আনসারী এসময় অনুষ্ঠানে যোগ দেয়া সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, দূর প্রবাসে পেশাগত উন্নয়ন, বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করতে এধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন