১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সভা বৈঠকে সাবেক কর্মকর্তারা


গত ৬ অক্টোবর সোমবার বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের বিশেষ সভা জ‍্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ২০২৫ এর আহবায়ক ডাঃ ওয়াদুদ ভূঁইয়া এবং পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী ও সহযোগিতা করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।

সভায় গত ২৪ আগস্ট ২০২৫ লাগার্ডিয়া মেরিয়টে অনুষ্ঠিত মিলনমেলায় আয়-ব‍্যায়ের হিসাব প্রকাশ করা হয়। কোষাধ্যক্ষ একেএম নুরুল হক চূড়ান্ত হিসাব দেন। মিলনমেলা ২২০ জনের জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন‍্য রেজিস্ট্রেশন ও বিজ্ঞাপন বাবদ আয় হয়ছে ৪৮,৮০০.০০ ডলার। সবমিলিয়ে মোট ব্যয় হয়- ৩৬,২৪০.০০। সঞ্চয় হয়েছে ১২,৫৬০ ডলার যা বর্তমানে ফান্ডে (ব‍্যাংক একাউন্ট) জমা আছে। চূড়ান্ত হিসেব উপস্থিত সকল কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়া অনুষ্ঠানের সফলতা ও কিছু ত্রুটি বিচ্যুতি ও আগামী দিনে করণীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত কর্মকর্তারা অনুষ্ঠানটি সফল হয়েছে বলে মনে করেন সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে যে কিছু ভুলত্রুটি হয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী বছর আউটডোর মিলন মেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে পরবর্তী সভায় প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সভায় যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের ও যারা বিজ্ঞান- ডোনেশন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে সকল প্রিন্টি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ডাঃ শাহনাজ আলম লিপি, সাবেক নাট‍্য সম্পাদক শেখ সিরাজ, সাবেক কার্যকরি কমিটির সদস্য সাইফুল্লাহ ভূঁইয়া, সাবেক কার্যকরি কমিটির সদস্য জে মোল্লা সানি, সাবেক কার্যকরি কমিটির সদস্য সরোয়ার খান বাবু প্রমুখ।

শেয়ার করুন