১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:৪৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


নিউইয়র্ক ফ্যাশন উইকে তিন প্রবাসী বাংলাদেশি মডেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
নিউইয়র্ক ফ্যাশন উইকে তিন প্রবাসী বাংলাদেশি মডেল ফ্যাশন উইক র‌্যাম্পে তিন প্রবাসী বাংলাদেশি


নিউইয়র্ক ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাম্পে হেঁটেছেন তিন প্রবাসী বাংলাদেশি মডেল। এরা হলেন মাহমুদা ইয়াসমীন, জেরিন সাদিয়া সোহা ও নুসরাত তিশাম। তাদের অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছেন ফ্যাশন সংশ্লিষ্টদের কাছে। ম্যানহাটানের একটি গির্জায় আয়োজিত শোতে এদিন আমেরিকান দর্শনার্থীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকও ফ্যাশন শো উপভোগ করেন। এদিন বিভিন্ন ডিজাইনারদের পোশাকে বিভিন্ন গ্রুপে হেঁটেছেন আরো অর্ধশতাধিক মডেল। তবে প্রবাসী তিন বাংলাদেশি ‘ নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও তাদের উপস্থাপনায় বাংলাদেশের পোশাক শিল্প-সংস্কৃতি ছিলো অনুপস্থিত। যা উপস্থিত বাংলাদেশি দর্শককে হতাশ করেছে। পাশাপাশি তাদের উপস্থিতি বিদেশি দর্শকদের মুগ্ধ করে।

মাহমুদা ইয়াসমীন তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এরই মধ্যে তিনি নজর কেড়েছেন মূলধারার বিভিন্ন ডিজাইনারের। এবার নিয়ে তিনবার তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটেছেন। নিউইয়র্কের সুপরিচিত মডেল ও অভিনেত্রী নুসরাত তিশাম প্রথমবারের মতো হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। বর্তমানে তিনি নিউজার্সীতে বসবাস করছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লীয় ক্যালিফোর্নিয়া রাজ্যের হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দেন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনিও এবার প্রথমবারের মতো ফ্যাশন দুনিয়ার বড় এ আসরের র‌্যাম্পে হাঁটলেন।

নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি আয়োজক ছিলেন সাউন্ড পেস ইন্টারন্যাশনালের কর্তধার ওমর চৌধুরী। এই শো সম্পর্কে তার প্রতিক্রিয়ায় জানান, এবার দু’জন নতুন প্রবাসী বাংলাদেশি মডেলকে নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে তিনি দেশি-প্রবাসী আরো মডেলকে এই আয়োজনে সম্পৃক্ত করতে চান।

শেয়ার করুন