০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আজাদ বাকিরের ২য় মৃত্যুবার্ষিকী
বিশেষ দোয়ায় সর্বস্তরের লোকজনের অংশগ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
বিশেষ দোয়ায় সর্বস্তরের লোকজনের অংশগ্রহণ আজাদ বাকেরের দোয়া মাহফিলে উপস্থিতি


বাংলাদেশ সোসাইটির সদস্য, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ বাকির করোনার মহামারীর শুরুতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গত ৬ এপ্রিল আজাদ বাকিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলে ’আজাদ বাকির স্মৃতি পরিষদ’ আয়োজন করেছিল ইফতার ও দোয়া মাহফিলের। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে আজাদ বাকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে শরিক হয়েছিলেন কমিউনিটির সকল স্তরের লোকজন। মিলনায়তনে বসার স্থান সংকুলান না হওয়ায় অনেকেই দাঁড়িয়ে থেকে দোয়ায় অংশগ্রহণ করেন। মরহুম আজাদ বাকিরসহ বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ ও সহ-সভাপতি আলহাজ মরহুম আব্দুল খালেক খায়েরসহ যারা কভিট ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ইমাম মওলানা মুহাম্মদ মোজাম্মেল হোসেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, বিশিষ্ট চিকিত্সক ডা. মাসুদুর রহমান, কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বশির, লায়ন্স কাবের সভাপতি আহসান হাবীব, শোটাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম, শাপলা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি এম এ হাসান, কুমিল্লা সোসাইটির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারুক চৌধুরী, বিশিষ্ট ক্রীড়াবিদ বক্সার সেলিম, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মণ্ডল, সাবেক ছাত্রনেতা ডা. মো. তারেক জামান ইমন।

মুনাজাতের আগে সংপ্তিভাবে আজাদ বাকিরের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও শুভাকাক্সক্ষী তাদের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই সময় উপস্থিত মিলনায়তনে অনেকেরই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, আজাদ বাকির এই কমিউনিটির দলমত নির্বীশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নাম ও সফল সংগঠক ছিলেন। স্মৃতিচারণ করেন আজাদ বাকির স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ সোসাইটির সদস্য সৈয়দ এমকে জামান, মোহাম্মদ আবুল কালাম ভ‚ঁইয়া, মাইনুল উদ্দিন মাহাবুব, মোহাম্মদ নওশাদ হোসেন, মফিজুল ইসলাম রুমি, বি. বাড়িয়ার সোসাইটির সভাপতি এইচ এম ইকবাল, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, জামশেদ বাহার, কাজী তোফায়েল আহমেদ, রূপসী চাঁদপুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোবারক হোসেন, সাইফুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বরুড়া সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল হক আজাদ, মোহাম্মদ সিরাজুল হক জামাল, মওলানা আবুল কালাম আজাদ।

দোয়া মাহফিল ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর সোরয়ারদী, সৈয়দা মাহমুদা শিরীন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাঈনুদ্দিন মিয়াজী, নুরে আলম, মিয়া আলম পাখি, রিয়াজ মাহমুদ, কাশেম চৌধুরী, মো. আশরাফ হোসেন, মোহাম্মদ নুরুল আমিন রিটু, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মিজানুর রহমান, ওয়ালি উদ্দিন সরকার, শাপলা সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, মোহাম্মদ ওমর ফারুক, মনিরুল আলম মনির, ব্যবসায়ী নবী হোসেন, শাহাদাত হোসেন রাজু, সোলেমান মজুমদার, কামরুল হাসান, আবদুল করিমসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মরহুম আজাদ বাকিরের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার ও মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন