০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নির্বাচন কমিশন কর্তৃক অডিট রিপোর্ট হস্তান্তর
সোসাইটির নির্বাচনে খরচ ৩ লাখ ১২ হাজার ডলার
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
সোসাইটির নির্বাচনে খরচ ৩ লাখ ১২ হাজার ডলার নির্বাচন কমিশন কর্তৃক অডিট রিপোর্ট হস্তান্তর


বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচনের হিসাব হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেয়া হিসাব অনুযায়ী বাংলাদেশ সোসাইটির নির্বাচনে খরচ হয়েছে প্রায় ৩ লাখ ১২ হাজার ৬৩১ ডলার। তবে সবচেয়ে বেশি খরচ হয়েছে প্রথম নির্বাচনী প্রক্রিয়ায়। মামলার কারণে নির্বাচন না হলেও খারচ হয়েছে ১ লাখ ২২ হাজার ৫২০ ডলার। দ্বিতীয় নির্বাচনও হয়নি মামলার কারণে তবে খরচ হয়েছে ৮৫ হাজার ৬৫৭ ডলার। তৃতীয় নির্বাচনে খরচ হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৫৪ ডলার। আরো মজার বিষয় ছিলো প্রথম নির্বাচন হবার কথা ছিলো ২০১৮ সালে, দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো ২০২১ সালে এবং চ‚ড়ান্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালে।


প্রধান নির্বাচন কমিশন হিসাব হস্তান্তর করছেন

বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচন তিনবার মামলাবাজদের কারণে স্থগিত করতে হয়। এমন ন্যাক্কারজনক ঘটনা এর আগে দেখা যায়নি। এবারের মামলাবাজরা বার বার মামলা করেছেন এবং বাংলাদেশ সোসাইটিকে বিপুল ক্ষতির সম্মুখীন করেছেন। শেষবারও নির্বাচন স্থগিত করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু তারা সফল হয়নি।

বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির নিয়মিত মাসিক সভা গত ১৫ জানুয়ারি রোববার বিকেল বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদসমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক-মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূইয়া, সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান।

কার্যকরি কমিটির সভা শুরু পূর্বে গত নির্বাচনের হিসাবের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরি পরিষদের হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, খোকন মোশাররফ ও রুহুল আমিন সরকার।

বাংলাদেশ সোসাইটির সভাপতি মোঃ রব মিয়া নির্বাচন কমিশনের সকল সদস্যদের আবারো ধন্যবাদ জানান নানা প্রতিকূলতার মধ্যেও একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। তিনি বলেন, অডিট রিপোর্টটি পর্যালোচনা করে কার্যকরি পরিষদের সিদ্ধান্ত এবং কোন ধরনের প্রশ্ন থাকলে পরবর্তীতে কমিশনকে অবহিত করবেন।

তার পর কার্যকরি পরিষদের সভার শুরুতেই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া। তিনি সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন নিরঙ্কুশ এই বিজয়ে আমাদের সকলের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা অনেক অনেক গুণ বেড়েছে তাও মনে রাখতে হবে। এ সময় তিনি আবারও উপস্থিত কার্যকরি কমিটির সকল কর্মকর্তাকে গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ববোধের প্রতি যতœশীল হওয়া এবং তা পালন করার জন্য অনুরোধ করেন।

এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রæয়ারি বৃহৎ পরিসরে উদযাপনের লক্ষ্যে মহিউদ্দিন উদ্দিন দেওয়ানকে আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়। উদযাপন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান কার্যকরি পরিষদের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করে।

এদিকে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা বৃহৎ পরিসরে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ সোসাইটি ভবনে প্রবাসের সকল রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আহ্বায়ক কমিটি ও কার্যকরি পরিষদ।

 

শেয়ার করুন