২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


মার্টিন লুথার কিংয়ের জীবন ও কর্মের প্রতি মনোযোগ দেয়া উচিত : বাইডেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
মার্টিন লুথার কিংয়ের জীবন ও কর্মের প্রতি মনোযোগ দেয়া উচিত : বাইডেন মার্টিন লুথার কিং দিবসে ওয়াশিংটনের মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান দেখতে সমবেত মানুষজন


মার্টিন লুথার কিংয়ের জন্মদিবস সূচিত করতে প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ‘আমেরিকার ফ্রিডম চার্চ’-এ এক ঐতিহাসিক তীর্থযাত্রা করেন। প্রেসিডেন্ট বলেন যে, গণতন্ত্র এক বিপজ্বনক মুহূর্তের মধ্যে রয়েছে এবং নাগরিক অধিকার নেতা লুথার কিংয়ের জীবন ও জীবনগাথা ‘আমাদের পথ প্রদর্শন করতে পারে এবং আমাদের তাতে মনোযোগ দেয়া উচিত’।

কিংস ইবিনজার ব্যাপ্টিস্ট চার্চ এ প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট প্রভাতকালীন ধর্মোপদেশ দিলেন। এসময়ে বাইডেন সেই প্রশ্নটি উল্লেখ করেন যা কিনা কিং নিজে একসময় দেশবাসীর কাছে করেছিলেন। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘তিনি বলেছিলেন, আমরা এখান থেকে কোথায় যাবো?’ আজকের দিনে দেশের প্রতি আমার বার্তা হলো যে আমরা সামনের দিকে যাবো, আমরা একসাথে যাবো, যখন আমরা স্বৈরশাসনের পরিবর্তে গণতন্ত্রকে নির্বাচন করবো, বিশৃঙ্খলার পরিবর্তে একটি স্নেহশীল সমাজকে, যখন আমরা বিশ্বাসী ও স্বপ্নদ্রষ্টাদের নির্বাচন করবো, যারা কাজ করবে, যারা অকুতোভয় থাকবে, সবসময় বিশ্বাস বজায় রাখবে।’

এক সহিংস বিদ্রোহের মাত্র দুই বছর পর এক বিভাজিত দেশে, বাইডেন উপস্থিত, নির্বাচিত কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘এই দেশের আত্মার জন্য লড়াই করা স্থায়ী। এটি একটি অবিরত লড়াই আশা ও শঙ্কার মধ্যে, দয়া ও নির্মমতার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে।’

তিনি তাদের বিরুদ্ধে মতপ্রকাশ করেন যারা ‘বর্ণবৈষম্য, চরমপন্থা, বিদ্রোহের আশ্রয় নেয়’ এবং বলেন যে, গণতন্ত্র রক্ষার লড়াইটি আদালতকক্ষ ও ব্যালট বাক্স, প্রতিবাদ ও অন্যান্য উপায়ে চলছে। ‘আমাদের সেরা অবস্থায়, আমেরিকান অঙ্গীকারটি জয়ী হয়। কিন্তু আমার আপনাদেরকে এটা বলে দিতে হবে না যে, আমরা সবসময় আমাদের সেরা অবস্থায় থাকি না। আমরাও ত্রুটিযুক্ত। আমরা ব্যর্থ হই ও ভুল করি।’

শেয়ার করুন