১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আব্দুল মোনায়েম মুন্নার গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
আব্দুল মোনায়েম মুন্নার গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ সমাবেশ


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গত ৮ মার্চ বুধবার বিকালে ঢাকায় পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারি পরেয়ানা ছাড়া মুন্নার গ্রেফতারকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিষ্কার বলে মনে করে বিরোধী রাজনৈতিক মহল।

কেন্দ্রীয় নেতার গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে ও বিদেশে যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদের ঝড় তুলে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যুবদল নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করে। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদ মর্যাদায়) আবু সাইদ আহমদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান, বিক্ষোভ সমাবেশ  পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি আতিকুল হক আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনাম, সহসভাপতি বিএম বাদশাহ, সহ-সভাপতি এবিএম সিদ্দিক পাটওয়ারী, সহসভাপতি  সেলিম আহমদ, সহসভাপতি  ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন, সহসভাপতি  আনোয়ার হোসেন পলাশ, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, শাহবাজ আহমেদ, জহির খান, নূর হোসেন প্রমুখ।

যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, বর্তমান স্বৈরাচারি সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে। যে কারণে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে বিনা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নি:শর্ত মুক্তি দাবি করেন।

যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ বলেন, হামলা, মামলা এবং গ্রেফতার করে যুব দলের আন্দোলন দামিয়ে রাখা যাবে না। তিনি বলেন, এই সরকারের পতন আন্দোলন শুরু হয়েছে। গ্রেফতার করে পতন এবং আন্দোলন ঠেকানো যাবে না। তিনি অবিলম্ভে আবদুল মোনায়েম মুন্নার নি:শর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন