০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশ সোসাইটির শোক
হার্ট অ্যাটাকে মুশফিকুর তানভীরের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
হার্ট অ্যাটাকে মুশফিকুর তানভীরের মৃত্যু মুশফিকুর তানভীর মান্নান


নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক ও নিউইয়র্ক কমিউনিটির পরিচিত মুখ আব্দুল মান্নানের একমাত্র ছেলে মুশফিকুর তানভীর মান্নান ইন্তেকাল করেছেন। জানা গেছে, তিনি ২২ এপ্রিল নিউইয়র্কের বাফালোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। জানা গেছে, মুশফিকুর তানভীর মান্নান ঈদের পর দিন তারভীর ঘুম থেকে না উঠতে দেখে তার মা তাকে ডাকতে যান। ডাকতে গিয়ে দেখেন তার ছেলে কোনো শব্দ করছে না। তার দেহ বিছানায় পড়ে রয়েছে। কোনো সাড়া না পেয়ে তারা পুলিশ ডাকেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, ঘুমের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়।

সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মান্নানের ছেলের আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরি পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং সব প্রবাসীর কাছে দোয়া চান, যাতে মরহুম তানভীর মান্নানকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এদিকে মরহুমের জানাজার নামাজ ২৪ এপ্রিল বাদ জোহর বাফালোর জাকারিয়া মসজিদের অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মুসলিম গোরস্তানে দাফন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন