১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


পহেলা মে নয়া পল্টনে শ্রমিক সমাবেশ ও র‌্যালী করবে শ্রমিক দল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
পহেলা মে নয়া পল্টনে শ্রমিক সমাবেশ ও  র‌্যালী করবে শ্রমিক দল


পহেলা মে ঢাকায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ র‌্যালী করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘‘ আগামী ১ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়া পল্টনে এই অফিসের সামনে বেলা আড়াইটায় শ্রমিক সমাবেশ ও র‌্যালী হবে । এই সমাবেশে ও র‌্যালীতে ঢাকা ও তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।”

‘‘ ঢাকা ছাড়াও সেদিন সারাদেশে মহানগর ও জেলায় শ্রমিক সমাবেশ হবে। এব্যাপারে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।”

এই সমাবেশ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরা হবে বলে জানান নজরুল ইসলাম খান।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই  সংবাদ সম্মেলনে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবীর খান, ফিরোজ-উজ-জামান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন