০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু/ছবি সংগৃহীত


বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকাই ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু আর বেঁচে নেই। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

এর আগে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই ক্রীড়াঙ্গনের সকলের প্রিয় টিপু ভাই। গত ২৪ জুলাই আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে নিকটবর্তি আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে তার এক ঘনিষ্টজন জানিয়েছিলেন, ‘টিপু ভাইয়ের সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ভালো আসেনি। মস্তিষ্কে রক্ত জমাটবদ্ধ রয়েছে। টিপু ভাই আইসিইউতে থাকলেও লাইফ সাপোর্টে প্রয়োজন হতে পারে।’


পরবর্তিতে সর্বশেষ আপডেটে জানা গেছে, তার শরীরে রেসপন্স খুব কম। অচেতন অবস্থাতেই রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে এমন অবস্থা। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এসব কারনে চিকিৎসকরা এই মুহুর্তে সার্জারি করতে পারছেন না। ফ্যামেলী সূত্রে জানা গেছে পরিস্থিতির একটু উন্নত হলে তাকে অনত্র স্থানান্তর করা হবে। কিন্তু সে সুযোগ তিনি আর দেননি।


রফিকুল ইসলাম টিপু, ক্রীড়াঙ্গনের অতি পরিচিত। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এরপর সর্বশেষ ছিলেন  আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য।

টিপু ক্রীড়া সংগঠক হলেও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা। সে সূত্রে ক্রীড়া সাংবাদিকদেরও প্রিয়পাত্র ছিলেন তিনি। টিপুর মৃত্যুর খবরে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


শেয়ার করুন